Post# 1525193196

1-May-2018 10:46 pm



আমাদের ছোট বেলায় শবে বরাতের রাত উদজাপনের জন্য সন্ধ্যা থেকে ঢাকা শহরে পটকা, আতশ বাজি, বোমা ফুটানো আরম্ভ হতো। নন স্টপ চলতো সারা রাত। সুবহে সাদিক পর্যন্ত। আমি যে এগুলোতে শরিক হতাম না, তা না। তবে নিউ ইয়ারে কিছু ছিলো না।

এখন এই আতশবাজি পটকা চলে এসেছে নিউ ইয়ারে। শবে বরাতে এগুলো কিছু নেই।


পটকা বোমা নিয়ে দু পক্ষ ছিলো। তাদের যুক্তি সমুহ :

"এই সব শব্দে মানুষের নামাজের ক্ষতি হয়। এই গুনাহর ভার কে নেবে?"
"এইটা ভালো। শব্দে ঘুমাতে না পেরে মানুষ নামাজ পড়বে"

"যারা পটকা ফুটায় তারা নামাজ না পড়ে পটকা ফুটায় কেন?"
"পটকা না ফুটালে যে এরা নামজ পড়তো, তাতো না"

"সারা বছর নামাজ পড়ে না, শুধু এক রাত..."
"যারা সারা বছর নামাজ পড়ে না, তারা এক রাতও যদি না পড়তো সেটা কি আরো ভালো হতো?"


আগে বাড়া বাড়ি ছিলো।
এখন ছাড়া ছাড়ি।

#HabibTrend

1-May-2018 10:46 pm

Published
1-May-2018