Post# 1526995917

22-May-2018 7:31 pm


ভিডিওতে দেখছিলাম শিয়া আলেম। জিজ্ঞাসা করা হয়েছে রমজান মাসে কোরআন তিলওয়াত করা যাবে কিনা? বললেন "না করাই ভালো"।

কেন? কারন তাদের ফিকাহ মতে কেউ যদি আল্লাহর নামে মিথ্যা বলে তবে তার রোজা ভেঙ্গে যাবে। মনে করেন সে কোরআন পড়ছে। পড়তে গিয়ে যদি কোথাও ভুল হয়? আল্লাহর নামে মিথ্যা হবে এবং তার রোজা শেষ।

Deep.

    Comments:
  • ^ কোনো একটার।
  • ^ সেক্ষেত্রে sect identify করে দেয়াও সমাধান না। কারন তখন বলা যাবে "সকল এটাতে বিশ্বাস করে না, আপনি generalized করছেন কেন?"

    যেমন "সকল কাদিয়ানি গোলাম আহমেদকে নবি মনে করে না। আপনি জেনারেইজড করছেন কেন?"

    এর সহজ সমাধান আমার মতে "কিছু শিয়া" "কিছু হানাফি" "কিছু কাদিয়ানি" এই টার্মগুলো ব্যবহার করে বলা।

22-May-2018 7:31 pm

Published
22-May-2018