Post# 1526904153

21-May-2018 6:02 pm


ওয়ার্নিং।

আমার এই আইডি হ্যক হতে পারে। এর পর আমি চিনি না এমন কোনো হ্যকার, আমার এই ফেসবুক আইডি থেকে আপনার কাছে একটা বিপদের কথা বলে কিছু টাকা চাবে "বিকাশ করে দেন। আমি এখনই ফেরত দিচ্ছি।" আপনি আমাকে টাকা পাঠাবেন। আমার নামে লগইন করে যে একজন হ্যকার টাকা চাচ্ছা সেটা বুঝবেন না। টাকাটা যাবে ঐ হ্যকারের বিকাশ একাউন্টে যেটার নম্বর সে আপনাকে ইনবক্সে জানাবে। টাকা তুলে সে চম্পট দেবে।

তাই আগে থেকে বলে দিচ্ছি :

১। আমি বিপদে পড়ে আপনার কাছে টাকা চাইলে, আমাকে কোনো টাকা দেবেন না।

২। আমার আত্মিয়-ফ্রেন্ডরা যদি সমর্থন করে আমি সত্যিই বিপদে পড়েছি এবং টাকা চাইছি -- তবুও আমাকে কোনো টাকা দেবেন না।

৩। এমন কি আপনি যদি নিশ্চিৎ হন যে এটা আমিই কোনো হ্যকার না, এবং আমি বিপদে পড়ে আপনার কাছে টাকা চাচ্ছি, অল্প সময়ের জন্য -- তবুও আমাকে কোনো টাকা দেবেন না।

৪। যদি দেন তবে ঐ টাকার জন্য আপনি দায়ি। আমি ফিরত দেবো না। কারন টাকাটা আমি চাই নি বা নেই নি। আপনি যাই বিশ্বাস করে থাকেন না কেন।

সবার জ্ঞাতার্থে এটা জানালাম।

এরকম প্রচুর খবর নিউজে আসছে। আজকে একজন কাহিনি শেয়ার করলো। লিংক কমেন্টে।

21-May-2018 6:02 pm

Published
21-May-2018