Post# 1527494203

28-May-2018 1:56 pm


প্রচলিত ওজিফার কিতাবে অনেক দোয়া আছে। যেমন দোয়ায় গঞ্জে আরশ, দুরুতে তাজ, দুরুদে হাজারি, লাখি। সাধারন ভাবে বর্তমানে বলা হয় এগুলো কুফরি, বিদাআতি কথায় ভরা, এবং পরিত্যগ করার জন্য।

কিছু দিন আগে নিয়ে বসলাম এর থেকে গ্রহন যোগ্য কিছু বের করা যায় কিনা দেখতে। একটাই পেয়েছি : দুরুদে লাখি। যে দুরুদটা পড়লে এক লক্ষ বার দুরুদ পড়ার সোয়াবের কথা আছে। এর বাইরে আর কিছু সেই বইয়ে আমি গ্রহনযোগ্য পাই নি -- এটা আমার মত।

এখন এন্টি যুক্তি গুলোতে আসি :

"এক লক্ষ বার দুরুদ পড়ার সোয়াব হবে এটা হাদিস দ্বারা প্রমানিত না"

Agree. স্বপ্ন দ্বারা প্রমানিত। তবে স্বপ্ন শরিয়তের কোনো দলিল না।

"দুরুদে ইব্রাহীমকে শ্রেষ্ঠ দুরুদ বলা হয়েছে। এটাই আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিৎ।"

Indeed. তবে হাদিসে দোয়া দুরুদ এগুলোতে কোনো কোনো সাহাবী বাড়িয়ে পড়েছেন এবং রাসুলুল্লাহ ﷺ এর প্রসংশা করেছেন। যেমন এক সাহাবি পড়েছিলেন ... হামদান কাথিরান মুবারাকান ফিহ। রাসুলুল্লাহ সা: বলেছেন এর সোয়াবের জন্য ফিরিস্তারা ছুটে আসছে। এখানে লিংক

https://sunnah.com/search/?q=angels+rushing

এখান থেকে আমি শিক্ষা নেই দোয়া দুরুদ বাড়িয়ে পড়লে ক্ষতি নেই। তবে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে যেন এতে খারাপ কিছু না চলে আসে।

"কিন্তু দুরুদে ইব্রাহীম আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিৎ -- এই ব্যপারে কি বলবেন?"

সত্য। এর পর যদি কেউ এক্সপ্লোর করতে চায় তবে তার জন্য এই স্টেটাস। সবার জন্য না।

28-May-2018 1:56 pm

Published
28-May-2018