১
BBC এর রিসেন্ট প্রতিবেদন : কওমি মাদ্রাসায় পড়ছে কারা? একেবারে মুখোশ উন্মোচন। বিস্তারিত প্রমান করে দেখানো হয়েছে যে "পরিবারের ইচ্ছায় বাচ্চারা কওমি মাদ্রাসায় পড়ে।"
এটা খুবই খারাপ। বাচ্চার ইচ্ছায় পড়া শুনা করবে, পরিবারের চাপে পরিবারের ইচ্ছায় এই যে জোর করে তাদের মাদ্রসায় পড়ানো হচ্ছে এর দায়িত্ব নেবে কে?
২
আমার বাচ্চাদের ইচ্ছা লেখা পড়া কিছুই করবে না বরং সারা দিন বাসায় বসে গেইম খেলবে।
তাই সম্পূর্ন পরিবারের ইচ্ছায় তাদের জোর করে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়।
এই কথা কাউকে আবার বলেন না। BBC আবার কখন আমার বাসায় এসে হাজির হয়।