Post# 1527314795

26-May-2018 12:06 pm



স্বপ্ন শরিয়তের কোনো দলিল না। কিন্তু তাসাউফের দলিল। কোনো আমল-দোয়া যদি স্বপ্ন দ্বারা সমর্থিত হয় তবে সেটার গুরুত্ব বাড়ে। আর সব কিছুর মত এখানেও লিমিট-রেঞ্জ আছে। ব্লেংক সবকিছু এক্সেপটেবেল না। আবার ব্লেংক সবকিছু রিজেকটেবেল না।

কতটুকু এক্সেপটেবেল এটা নিজে নিজে বুঝে নিতে পারবেন।


দোয়া রাসুলুল্লাহ সা: থেকে যা বর্নিত আছে তার বাইরেও অনেক দোয়া পড়া হয় যেগুলো হাদিস থেকে প্রমানিত না। এতে আমি সমস্যা দেখি না। কারন বাংলায় দোয়া আমরা অহরহ করি। হাদিস থেকে প্রমানিত না এমন দোয়াকে হাদিস থেকে প্রমানিত এবং সুন্নাহ ধারনা করে না করলেই হলো।


কিচ্ছা-কাহিনির কিছু আছে গাজ্জালির বা আগের যুগের কোনো বুজুর্গের কিতাবে উল্লেখ আছে। সেগুলো থেকে শিক্ষা নিতে আমি সমস্যা দেখি না। কিছু আছে পুরানো কিতাবে নেই কিন্তু লোক মুখে প্রচলিত -- এগুলোর ব্যপারে আপত্তি আছে। বাদ দিয়ে যেতে হবে।


প্রশ্ন হলো : "উপরে যা বর্নিত হলো এগুলোর দরকার আছে কিনা?"
উত্তর : কোনোটাই দরকারী না। সবই অপশনাল। তাসাউফ লাইনের সব কাজই অপশনাল। কারন জান্নাতের জন্য ইসলামের ভিত্তি পাচটার ফরজগুলো পূর্ন করলেই হলো।

এর পর নফল যা আছে সবই অপশনাল। যার ভালো লাগে, এবং যে করতে চায় তার জন্য শুধু।

26-May-2018 12:06 pm

Published
26-May-2018