সরকার এক সরকারি কর্মচারিকে নদির পাশে বসিয়ে দেয় ঢেউ গুনার জন্য। এর পরের কাহিনী আমরা সবাই ছোট বেলায় পড়েছি।
জনগন এগিয়ে গিয়ে চলতে পারে। সরকার রাস্তা ব্লক না করে রাখলেই হলো।
তবে মাঝে মাঝে ব্লক করে, নয়তো জনগন প্রশ্ন তুলবে "তাদের কাজ কি?"
উত্তর হবে "ব্লক সরিয়ে দিয়েছি। আমি ব্লক করে রাখলে তো তোমরা পথ চলতা পারতে না!" জনগন এত অকৃতজ্ঞ কেন?