ROFL:
আগামিকাল থেকে গ্লোবাল রমজান। মানে সারা দুনিয়ায় একসাথে*
(*বাংগালরা বাদে)
ভারতে চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
পাকিস্তানে চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
শ্রীলংকায় চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় কালকে থেকে।
সৌদি-মধ্যপ্রাচ্য-আমিরাত-মিশর সব কালকে থেকে।
আমেরিকা ইউরোপ সারা দুনিয়া কালকে থেকে রমজান।
সবাই এক সাথে। একেবারে আক্ষরিক গ্লোবাল-রমজান এই বার।
শুধু আমরা বাদে।
এখানে কি কোনো নিদর্শন আছে ফ্রান্স?
- Comments:
- ^ আগেই ভাবছিলাম। এই হইবো।
- http://zeenews.india.com/culture/ramadan-2018-moon-sighted-in-delhi-ramzan-begins-from-may-17-2108757.html
- https://gulfnews.com/news/asia/india/india-pakistan-declare-start-of-ramadan-on-may-17-1.2222670
- https://www.facebook.com/habib.dhaka/posts/10155506501998176
- ^ ভারত পাকিস্তানে খালি চোখে দেখে। সৌদি-মিশরের চাদ দেখার জন্য স্যটেলাইট থাকলেও খবরে আসে কোন জায়গা থেকে দেখা গিয়েছে সেটা। তারা দেখে টেলিস্কোপে।