ছোট বেলায় শুনেছিলাম লো ব্লাড প্রেশার বা হাই প্রেশার দুটোই খারাপ।
এর পর শুনলাম লো প্রেশার বলে কোনো রোগ নেই। লো প্রেশার সবই ভালো, খারাপ হলো শুধু হাই প্রেশার।
এর পর নিজের প্রেশার কয়েক দিন মেপে দেখলাম ১০০/৭০। অস্বাভাবিক লো? কিন্তু লো প্রেশার বলে কোন রোগ নেই বলেছিলো, ঠিক... ঠিক?
না, ভুল! ভালো জিনিস নিজের হলে এর পর দেখবেন ঐ ভালোটা আসলে ভালো না। "Why me" syndrom. এখন নেটে পড়ে দেখি লো প্রেশারও নাকি খারাপ।
এর পর ...?