তাসাউফ পন্থিদের ইবাদতের প্রথম হলো তাহাজ্জুদ। দ্বিতীয় হলো জিকির।
জিকিরের সময় হলো সূর্য ডুবার আগে এবং সূর্য উদয়ের আগে। অর্থাৎ সকাল-সন্ধা। অর্থাৎ ফজরের পরে এবং আসরের পরে।
"কিসের জিকির করবো?"
সুবহানাল্লাহ ১০০ বার।
আলহামদুলিল্লাহ ১০০ বার।
আল্লাহু আকবার ১০০ বার।
লা-ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার।
আস্তাগফিরুল্লাহ ১০০ বার।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন নাবিউল উম্মি ১০০ বার।
এর মাঝে বাড়ানো কমানো যায়। অন্য কিছু এড করা যায়। হাদিসের কিতাব, দোয়ার কিতাব, গাজ্জালির বই এই সবে আরো অনেক রেফারেন্স পাবেন। কি পড়বেন, এবং সেগুলো পড়ার সোয়াব কি।
এর পরে দ্বিতীয় ধাপে হলো সর্বক্ষন জিকির। এর জন্য পেট যত খালি থাকবে তত ভালো। তবে এটা কত ঘনঘন করবেন, এবং কত এর বেশি করবেন না সেটা আপনাকে বুঝতে হবে। খুব বেশি করলে একসময় আগ্রহ হারিয়ে সব ছেড়ে দেবেন। আবার খুব কম করলেও একসময় ভুলে গিয়ে সব ছেড়ে দেবেন।
ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়। প্রথমে খুব অল্প দিয়ে আরম্ভ করে দেখেন।