Post# 1526992398

22-May-2018 6:33 pm


সময়টা এমন যে "আদব" "সুন্নাহ" "সন্দেহজনক" "অপছন্দ" "নির্থক" কাজ এগুলো নিয়ে মানুষের সাথে খোচা খুচি না করাই ভালো। তবে নিজে এগুলো থেকে পরহেজ করুন। এটা আপনার তাকওয়া।

হুকুম দিন ফরজের ব্যপারে। নিষেধ করুন হারাম থেকে।

"আদব" বা "সুন্নাহ" কিছু নিয়ে যদি কেউ ধমকা ধমকি, ঝগড়া, রাগ দেখাতে থাকে, তবে আমি বুঝি সে নিজে না আদব উপরের আছে, না সুন্নাহর উপর। কারন মুসলিম ভাইদের সাথে এগুলো নিয়ে ধমকা-ধমকি করাটা আদব আর সু্ন্নাহর খিলাফ।

তাই তার কথা ঠিক হলেও আমি তার থেকে দূরে থাকি।

নিজের সন্তানের সাথে করতে পারেন। তার উপর আপনার অধিকার আছে।
তবে ফেসবুকের ফ্রেন্ডরা কেউ আপনার সন্তান না।

22-May-2018 6:33 pm

Published
22-May-2018