Post# 1525651272

7-May-2018 6:01 am



যে দলের বিপক্ষে আমি থাকি, সে দলের পক্ষের যুক্তিগুলো পোষ্ট করি। কারন এখানে আমার শেখার আছে। ব্যলেন্সের সুযোগ আছে।

পক্ষের পোষ্ট দেখে কেউ ভুল বুঝতে পারে আমি হয়তো কোনো আইডোলজি প্রমোট করছি ফেসবুকের আরো লাখো আইডি যেমন করে। তাই বিরোধিপক্ষ এসে তর্ক জুড়ে দেয়। এদেরকে আমি ব্লক করে দেই।


যুক্তির যে পক্ষকে ঠিক জানি তার বিপরিত কোনো পয়েন্ট অফ ভিউ পেলে সেটা শেয়ার করি। কারন "এভাবে তো ভেবে দেকি নি" সারপ্রাইজ এখানে আছে।

এখানেও অন্যদের ভুল বুঝার সুযোগ আছে।


যেটা সাধারনতঃ করি না তা হলো যেটাকে ঠিক জানি সেটাকেই প্রমোট করে তার পক্ষে যুক্তি দেখানো আর বিপক্ষের "মুখোশ উন্মোচন" করা। যদিও ফেসবুকের norm এটাই।

অধিকাংশ সময়ে।

7-May-2018 6:01 am

Published
7-May-2018