যুক্তি - পাল্টা যুক্তি :
এক জনের কথা :
"হানাফি আলেমরা বলে মহিলারা রাস্তায় যেতে পারবে, মার্কেটে যেতে পারবে সব জায়গায় যেতে পারবে, কিন্তু মসজিদে যেতে পারবে না।"
অন্য জনের কথা :
"আর সালাফি আলেমরা বলে মহিলারা একা বাসা থেকে বেরুতে পারবে না, রাস্তায় যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না কোথাও যেতে পারবে না। কিন্তু একা একা মসজিদে যেতে পারবে।"
FAQ:
"কোনটা ঠিক?"
এটা নির্দিষ্ট করার দায়িত্ব আমার না।
"আমি কোনটা করবো?"
আপনি যে মাজহাব-মানহাজ অনুসরন করেন।
"আপনি কোনটা করেন?"
আমি এবং আমার পরিবার সবাই হানাফি।