1
China ran a failed raid near their confrontation zone within India. Now both sides are moving tanks. Escalating. But don't expect outright war.
2
Lebanon descending into chaos. Failed to form government after last gov resigned. Gun fight every night between Hizbullah (Iran/Shia) and others.
3
On the western front Erdogan is pretty much calling for war. He had some quotable quotes that I didn't share.
4
States aren't firing shots across one another anywhere in the world. Restrained. But everyone is now taking the extra step of crashing their vehicles into opponent's. Happening in India-China. And is also happening within Russia - America in Syria and elsewhere.
5
Interestingly one such incident would have created a shit storm during the cold war era. And it's 2020 everyone is measuring other's patience.
শেয়ার করার মতো না। কিন্তু এই মুহুর্তে দেয়া স্টেটাস বেশিক্ষন থাকবে বলে মনে হয় না।
Collapse of the last tower standing.
দেখতে থাকি। কথা না বলে।
আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।
১
কথাটা সত্য হলেও খাবো না।
সত্য কথাটা সে অবিশ্বাস করলেও খাবো না।
সমাজের সবাই অবিশ্বাস করলেও খাবো না।
সবাই আমাকে মিথ্যাবাদি বললেও খাবো না।
২
কসম খাওয়া।
লানত দেয়া।
গালি দেয়া।
বা ধরেন খুন করা।
প্রথমবার করতে যে কারো অনেক খারাপ লাগবে। কিন্তু প্রথমবার করে ফেলার পরে নিজের "ইনোসেন্স" ভেঙ্গে যাবে। এর পর সেই কাজটা ডাল ভাত। নিজেও বুঝবে না কখন সিমা ছাড়িয়ে গিয়েছে।
এর পর সেই পাপের বোঝা সারা জীবন।
৩
কসমের উদ্দেশ্য হলো অন্যকে বিশ্বাস করানো নিজের কথা।
অন্যকে নিজের কথা বিশ্বাস করিয়ে আমার লাভ নেই যদি এতে আমার ব্যক্তি স্বার্থ না থাকে।
বরং ছেড়ে দেই। সে বিশ্বাস করলে করলো, না করলে না করলো।
আমি চুপ করে যাই। আগে নিজেকে বাচাই।
৪
কোনো কথা বলে ফেলেছি। এখন সে বিশ্বাস না করলে আমি অপমানিত হবো?
কথা সত্য হলে আমি মুক্ত, সে বিশ্বাস না করলেও। তাই এর পর চুপ করে গুটিয়ে যাই, কসম খেয়ে তাকে বিশ্বাস না করিয়ে।
৫
আখিরাতের অপমান বড় অপমান।
দুনিয়ার অপমান মনে হয় "সারা জীবন সংগে থাকেবে"। বাস্তবে পরের বছর কেউ মনে রাখে না। আল্লাহ তায়ালা ভুলিয়ে দেন।
First generation fighters : Used jet engines instead of propellers.
Second generation : Went supersonic.
Third gen : Had guided missiles. Mirage.
4th gen : Onboard computers. F-16. The gen we witnessed.
5th gen : Stealth. F-35. Current gen.
6th gen : No human onboard. Currently in development.
শেষে "ভোকাল মাইনরিটি"। ইগনোর করলেই সমস্যা চলে যায়। বিরোধিতা করলে বাড়ে।
"গনতন্ত্রের" উপর বিভিন্ন পোষ্টগুলো কালেক্ট করা হয় নি। এখন আর প্রয়োজন বোধ করছি না। ইশুটা শেষ।
১
কভিডের সময় গেলে মার খেতে হতো। তখন এক মহল্লার লোকের অন্য মহল্লার রাস্তা দিয়ে হাটাই নিষেধ ছিলো। তাদের মসজিদে ঢুকা তো দূরের কথা।
এখন মনে হয় পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে। রাস্তরায় রিকশা গাড়ির ট্রাফিক আগের মতো।
২
আমাদের মসজিদে ওয়াক্তিয়া নামাজে কাতারে এখন ফাক প্রায় নেই। একটু "হালকা করে" দাড়ানোর মতো।
তবলিগের "গাস্ত" আরম্ভ হয়েছে দেখলাম গত সপ্তাহ থেকে। কিন্তু এলান দেয়া হয় না কোনো। এটা ভালো।
৩
কভিডে ভাইরাল হয়েছিলো পোষ্ট : কিভাবে কুয়েতের এক পরিবার ১৯০০ সালের প্রথম দিকে প্লেগ থেকে বাচতে সবাই মিলে দুই মাসের জন্য ঘরে লক করে ছিলো। কেউ বেরুবে না। ঐ রয়েল ফেলিমিলির কেউ মারা যায় নি একজন ছাড়া। এক ছেলের বউ। সে দাবি করেছিলো সে বাপের বাড়ি যাবেই। গিয়েছিলো এবং মারা গিয়েছিলো।
শেয়ারকারিদের শিক্ষা ছিলো : এই রকম দুই মাস ঘরে থাকলেই হলো।
ভুল শিক্ষা। বাস্তবতা হলো এরকম করলে দুই বছর লক করে বসে থাকতে হতো। দুই বছর পরেও মুক্তি নিশ্চিৎ না।
৪
রিটার্ন টু নরমেলসি। কিন্তু সংক্রামন ঠিক আগের মতো। কোনো পার্থক্য নেই, এখন ভার্সেস গত এপ্রিলে লকডাউনের সময়।
৫
মানুষ একশন দেখতে পছন্দ করে।
এতে কাজ হোক বা না হোক।
১
ওমরা কি রিজিউম করেছে? চেক করে দেখলাম, না আরম্ভ হয় নি। কেউ উমরা করতে পারবে না।
সায়ির ভিডিও গুলো হজ্জের সময়কার। এর পর থেকে আবার বন্ধ।
২
তওয়াফ চলছে?
মক্কা লাইভ ফিডে গেলাম ইউটুবে। চললে লাইভ দেখাতো মানুষ তোয়াফ করছে। কিন্তু দেখাচ্ছে একটা স্থির ছবি মক্কার পাহাড়ের আর তিলওয়াত।
৩
নামাজ হচ্ছে নিশ্চই?
আশা করছি। তাও নিশ্চিৎ না। ওয়াক্তিয়া নামাজ যদি ১০০ জন নিয়ে পড়ে তবে নামাজ আরম্ভ হয় নি এখনো, যদিও নামাজ হচ্ছে।
আপনার কাছে আসার আনন্দ
আমার উপর রাগ রাখবেন না।
#পথহারা
Voltage more than 1.4V? new.
Less than 1.2V? dead.
In betweens are half used.
You can see the office team afar. Individuals not identifiable.
Now this beach isn't accessible by the commons. Occupied by some rest house or so. Old pic.
I always used to wonder for how long this bridge would last. Looked so broken. Guess they have better ones now.
"হজ্জ বন্ধ থাকার পরের বছর মাহদি আসবে বলা আছে, তাই সামনের বছর আসছে নিশ্চই?"
না। সামনের বছর আসবে না। যেমন এই বছর আসে নি। আসবেন ইনশাল্লাহ ২৮ সালে। কিন্তু সেটাও আসবে কিনা সেটা নিশ্চিৎ হতে পারবেন তার আগের ঘটনা বিশ্বের পরিস্থিতি দেখে। ২২ সালে যদি জেরুজালেম বিজয় না হয় তবে ২৮ সালে মাহদি আসার সম্ভাবনা প্রায় শুন্য।
দেখতে থাকেন।
"কিভাবে জানলেন? আপনি কি এলমে গায়েব জানার দাবি করছেন?"
কিভাবে জানলাম সেটা নিয়ে এই স্টেটাসে কিছু বলি নি।
১
প্রথম কথা : "সবাই আমাকে ... " বা "আমি সবসময় ..." এগুলো অতৃপ্তির কথা।
কিন্তু অতৃপ্ত অন্তর সবসময় অতৃপ্ত থাকে। সে বেশি পাক বা কম। বিশাল কাপড়ের প্রান্তে একটু ছেড়া তাকে অতৃপ্ত করে দেয়। আর যে তৃপ্ত সে ছেড়া কাপড়ের মাঝে একটু জায়গা সুন্দর দেখে তৃপ্ত হয়ে যায়।
২
দ্বিতীয় কথা : কেউ এরকম দক্ষ যে সে লেন-দেনে সব সময় বিজয়ী হয়। এটা একটা অনেক বড় নিয়ামত তার জন্য। যেটা হাশরের ময়দানে অন্য নিয়ামতের সাথে ওজন হবে। এই নিয়ামতের মূল্যের বোঝা নিয়ে তুমি আল্লাহর সামনে দাড়াতে চাও কিনা সেটা দেখো।
৩
তৃতীয় কথা : শোকর করো যে ঠকার মজলুম সাইডে তুমি আছো। আল্লাহ তায়ালা তোমাকে এসব ক্ষেত্রে জালেম সাইডে রাখেন না।
Filling the void from ditching politics and religious debates.
Should be challenging, argumentative and then dang -- reality struck -- and we know how much of who's prediction matched.
Next -- it's China's turn.
Things will escalate. But not before it's time. But don't expect full blown US-China war. It will mostly be always teasing.
একটা আর্ট। এখনো পারি না। কখনো পারি নি। এখনো শেখার চেষ্টা করছি।
মিথ্যা বলে সবচেয়ে সহজে করা যায়। কিন্তু এটা "মিথ্যা"।
সত্য বলে বলা যায়। কিন্তু সে "কষ্ট" পাবে।
সত্য মিথ্যা কোনোটাই না বলে, দুই তিন শব্দে শেষ করা। তবে "অহংকারী"।
অনেক কথা বলে প্রথমে সিমপেথি দেখান, এর পর বলেন "না"। তবে "মুনাফেকি"। "কথায় সে খুব সুন্দর বলে কিন্তু অন্তর কালো"।
একটা হাদিসে পড়েছিলাম : তুমি মানুষকে দিয়ে খুশি করতে পারবে না, তাই ভালো ব্যবহার দিয়ে করো।
More craters are appearing in Siberia. Might have to do with Methane gas exploding underground due to rising temperature.
https://edition.cnn.com/2020/09/04/world/craters-tundra-siberia-trnd-scn/index.html
https://edition.cnn.com/2020/09/04/world/craters-tundra-siberia-trnd-scn/index.html
আপনাকে জিজ্ঞাসা করে কি দান করবো? বলে দিন "অতিরিক্তটা"।
মুফতি তাকি উথমানি সাহেবের বাপের আমল, উনার পিতা ছিলেন মুফতি শফি। তফসিরে মারেফুল কোরআনের লিখক। ৭৬ সালে মারা গিয়েছিলেন তাই উনাকে জিবিত পাই নি। কিন্তু ছোটবেলায় দেখতাম সাধারনেরা তফসির পড়ার সময় মারেফুল কোরআনই পড়তো, সবাই যেহেতু সমসাময়িক যুগের তফসিরকারকের তফসির পড়তে পছন্দ করে। প্লাস উনার কিছু বই পড়েছিলাম যেগুলো ভালো লেগেছিলো।
উনার আমল : পরিশ্রম করে যা কামাতেন তার ৫% দান করে দিতেন। আর পরিশ্রম ছাড়া যা পেতেন তার ১০%।
paste ___
মুফতিয়ে আজম শফী (রহঃ) এর সারাজীবনের একটি অনন্য আমল
হযরত আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমার আব্বাজান তাঁর কষ্টার্জিত সম্পদের বিশ ভাগের একভাগ এবং কষ্টবিহীন উপার্জিত সম্পদের দশ ভাগের এক ভাগ একটি থলেতে রেখে দিতেন।
এটা আমার বাবার সারাজীবনের আমল।
কোথাও হতে একটি রুপিই যদি আসত সেক্ষেত্রেও আব্বাজান একই আমল করতেন।
একশ রুপির ক্ষেত্রেও একই কাজ করতেন।
দশ রুপি রেখে দিতেন সেই থলেতে।
কখনো কখনো এটা করতে সমস্যা সৃষ্টি হতো বটে, কিন্তু আব্বাজান তবুও আমলটা করতেন।
কখনো খুচরা টাকা থাকতো না।
তখন ভিন্নভাবে খুচরার ব্যবস্থা করা হতো।
কিন্তু আজীবন আমি আব্বাকে এই আমল করতে দেখেছি।
এজন্য ঐ থলেটা কখনোই খালি দেখিনি।
এর দ্বারা কী করা হতো ?
যখন কোনো অভাবী বা প্রয়োজনগ্রস্ত ব্যক্তি আসতো সে খালি হাতে ফিরতো না।
এছাড়াও এই থলে নিজেই স্মরণ করিয়ে দিত, আমাকে খরচ করো।
আল্লাহর রাস্তায় খরচ করো।
এই আমলের বরকতে আল্লাহ সবসময় দান-সদকা করার তাওফিক দান করেন।
That matches well with my experience.
তবে মূল প্রশ্ন সেটা না প্রশ্ন হলো নামাজ শেষে মুনাজাতের সময় কেন বিষ্ফোরিত হলো তাও আবার মসজিদে সমস্ত মুসুল্লিদের জ্বালিয়ে দিয়ে, এবং সবগুলো এসি একসাথে, এর পেছনের আধ্যাতিক কাহিনি -- কিছু একটা আছে। সেটা কি জানা সে থেকে শিক্ষা নেয়া।
এর জন্যও অপেক্ষা করি।
Update : 30 minutes later.
FAQ : "এখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে কি?"
না নেই।
"Plausible কি হতে পারে?"
হয়তো রেফ্রিজারেন্ট গ্যসের বদলে রান্নার গ্যস ঢুকিয়েছিলো খরচ কমানোর জন্য। বা এরকম করা হয়তো এখন দেশে প্রচলিত আমরা জানি না যেহেতু খবরে কখনো আসে নি।
বা মসজিদের ভেতরে গ্যস লিক করছিলো এসি ছাড়া অন্য কোনো জায়গা থেকে।
অনেক কিছু হতে পারে।
দেখতে থাকেন।
এসির গ্যস মোমবাতির উপর ছাড়লেও তাতে আগুন ধরে না।
প্রথম যে এসি আবিষ্কার করেছিলো সে ডেমোনষ্ট্রেশনের জন্য সবার সামনে নিজের নিশ্বাসের সাথে গ্যস টেনে নেয় দেখাতে এটা বিষাক্ত না। এর পর টেবিলের উপর রাখা মোমবাতির উপর সে নিঃশ্বাস ছাড়ে দেখাতে এতে আগুন লাগে না -- নিরাপদ।
সেটা ছিলো ক্লোরোফ্লোরো কার্বন। CFC. এখন Ozone layer এর জন্য এটা নিষিদ্ধ। তবে কি ব্যবহার করে আল্লাহ জানেন। যেটাই হোক সেটাতে আগুন লাগার কারন নেই।
Update : 3 hours later.
এসি বিষ্ফোরিত হয় নি। তিতাস গ্যসের লিক ছিলো সেটা জমে বিষ্ফোরন। এবং এরকম ঘটনা আরো অনেকের বাসায় ঘটেছে। তিতাস গ্যস জমে বিষ্ফোরন আগুন -- দোষ এসির উপর।
শহরে এক বাসায় ছেলে ধুপ করে আগুন লেগে মারা যায়। এর পর বাপ মা কষ্টে ৬ মাস সেই রুম বন্ধ করে রাখে। ৬ মাস পরে লাইট জ্বালানোর পর সংগে সংগে ধুপ করে আগুন জ্বলে বাপ মারা যায় মা হাসপাতালে।
তিতাসের লিক সাবধান। "কমপ্রেসর বিষ্ফোরিত হয়েছে" এমন ছবি না দেখালে বুঝবেন এসি বিষ্ফোরন না। মানুষের সন্দেহ সবসময় প্রথমে এসির উপর থাকে বলে। বিষ্ফোরিত হলে কমপ্রেসর বিষ্ফোরিত হবে, ইনডোর ইউনিট না।
দুর্বল, যার অন্তর ভেঙ্গে গিয়েছে। কিছু বলছে না। খারাপ ব্যবহারের পরে সে নিজেকে দোষ দিচ্ছে আর একা মন খারাপ করে আছে, বা কান্না করছে। কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে মাফ চাচ্ছে। যার সমস্ত আশা শেষ।
--> তার কষ্টের কারন আমি জীবনে কখনো হওয়া থেকে আল্লাহর কাছে রক্ষা চাই।
বুঝার বিষয় :
তবলিগের মুরুব্বি আল্লাওয়ালা না হতে পারেন -- নাম না জানা মাথা নিচু করে দাড়িয়ে থাকা আম জামাতের একটা ছেলে আল্লার কাছে প্রীয় হতে পারে।
মাদ্রাসার ওস্তাদ আল্লাহ ওয়ালা না হতে পারেন -- সেই মাদ্রাসায় আবেগ দিয়ে পড়া চুপ চাপ একজন ছাত্র আল্লাহ ওয়ালা হতে পারেন।
মসজিদের ইমাম আল্লাহ ওয়ালা না হতে পারেন -- সেই মসজিদে চুপ করে বসা একজন কনফিউজড ছেলে আল্লাহর খুব কাছের হতে পারেন।
নিজেকে "দ্বিনের ধারক বাহক" মনে করে এজন্য দুর্বলদের আক্রমন না করি। ঐ দুর্বল আল্লাহর কাছে প্রীয়। হয়তো আমি আল্লাহর কাছে কিছু না। কোনো দাম নেই। এবং আমাকে আল্লাহ তায়ালা পাঠিয়েছিলেন হয়তো সেই দুর্বলের খিদমতের জন্য। যদিও আমি মনে করছি "আমাকে আল্লাহ দ্বিনের খেদমতের জন্য পাঠিয়েছেন, তাই এখন আমি এর নেতৃত্ব দিচ্ছি।"
শেষে : আমি কিছু না। আমার অন্তরে যেন এটা রাখি।
আমি কিছু না।
So what happened to winamp? AOL purchased it and shut it down.
https://skins.webamp.org/
But news is that Softbank was behind the recent rally and it was behind the options market.
https://financialpost.com/financial-times/softbank-unmasked-as-nasdaq-whale-that-stoked-tech-rally-before-selloff
So have they profited? Probably will if price continue to increase. But this indicates a ruthless play. And probably they are trying to gamble off losses in their current book.
Won't bode well. Keep watching. KSA still has large investment in Softbank. And Softbank was the worst hit investor in 00's crash. Losses to the point of getting broken ain't alien to them.
Keep watching.
আগুনে পুড়ে মারা গেলে শহিদ।
দুনিয়ায় আগুনে পুড়ে যে মারা যাবে আল্লাহ তায়ালা তাকে আখিরাতের আগুনে দ্বিতীয়বার ফেলবেন না।
তাও নামাজের পরে, নামাজ রত অবস্থায়, মসজিদে।
শিক্ষনীয় কাহিনি।
১
এক মুসলিম জাহানে মসজিদের ইমাম মারা যায়। কবর দেয়ার পরে মনে পড়ে টাকার থলে পড়ে গিয়েছে কবর আবার খুড়ে থলে তুলতে হবে। খুড়ার পরে দেখে সেখান ঐ ইমামের লাশ নেই। একজন খৃষ্টান মহিলা পাদ্রি লাশ, যাদেরকে আমরা বলি সিসটার।
শহরের মানুষ পেরশান। খবর নিয়ে বের করে কে এই মহিলা আর তার লাশ এখানে আসলো কি করে? শেষে বের হয় বহু দূর দেশে এক গির্জার পাদ্রি মারা গিয়েছিলো তার লাশ।
খৃষ্টানদের কবরাস্থানে গিয়ে ঐ মহিলা পাদ্রির কবরও খুড়া হয়। দেখে সেখানে ঐ ইমামের লাশ।
ইমামের স্ত্রীকে মানুষ জিজ্ঞাসা করে : তার আমল কি ছিলো?
বলে সে রাতে স্ত্রীর সাথে থেকে সকালে ফরজ গোসলের সময় বলতো : খৃষ্টানদের শরিয়তই ভালো ছিলো। সেখানে ফরজ গোসল নেই।
পাদ্রীর ব্যপারে খোজ নিয়ে জানলো সেই মহিলা পাদ্রি ছিলো বটে কিন্তু সব সময় বলতো : মুসলিমদের তাহারাত বা পবিত্রতার নিয়মগুলোর ভালো। এগুলোর প্রশংসা সে করতো।
আল্লাহ তায়ালা মৃত্যুর পরে মুসলিমকে নিয়ে গিয়েছেন খৃষ্টানদের কবরস্থানে, খৃষ্টানকে মুসলিমদের।
২
আজিমপুর পুরানো কবরস্থান। নতুন কবরস্থানে সব জায়গা কেনা, কিন্তু পুরানোটায় কবর recycle হয়।
পাকিস্তান আমলে। পুরানো কবর খুড়ে দেখে অক্ষত লাশ। করবের তদারক পেরশান। বুঝেন কোনো ওলি আউলিয়া বা শহিদের লাশ। উনিও বুজুর্গ মানুষ। কিছু মাটি চাপা দিয়ে মসজিদে নামাজ পড়ে এসে দোয়া করেন "হে আল্লাহ! জানেন যে আমাদের কবর ছোট। আপনার এরকম বান্দা যদি থাকে তবে তাকে আপনি মদিনার কবরস্থানে নিয়ে যাবেন। এখানে জায়গা নেই।"
ফিরে এসে দেখে সেই কবরে সেই লাশ আর নেই। এর পর আর অক্ষত লাশ সেখানে পাওয়া যায় নি।
যে কারনে আল্লাহ তাকে দ্বিন শিক্ষা মুখি করেছেন। আর আমাকে বসিয়েছেন ইমামের সিড়িতে।
বুঝি : মুয়াজ্জিনের সম্মানকে বেশি বলা হয়েছে ইমামের থেকে একাধিক হাদিসে।
অন্তর ঘুরানোর মালিক আমাদের অন্তরকে উনার দ্বিনের উপর রাখুন।
https://www.youtube.com/watch?v=K2G2ZBjC-2w
It soothes knowing that others suffering the same. :V :V :V
Did the same on Windows too, called it "HabibKey", for as long as I used Windows.
But had to use Macintosh's built in Bengali keyboard while I was on Mac for six years. Mac didn't provide any easy way to build your own keyboard layout.
The screen shot is from Linux/Fedora/Gnome setup screen.
Keep watching. Expect a war to break out in two years time, if not now. Somewhere, if not here.
We rolling into new game. Me feels.
Don't expect me to cover it all round the clock. Had a harsh lesson covering covid news.
btw, using English is no life saver. Used all English posts for Covid so that not everyone can read those. Still managed to shake the community more than I should.
এ-টিম ছিলো বিশাল একটা দল। একটা বাহিনি, একটা আইডলজি একটা কাল্ট। জ্ঞানি গুনি লোকে ভর্তি। যারা আপনাকে ভেজে খেয়ে ফেলতে পারবে।
ত্রিভুজ কেবল একজন লোক।
তাই "ভার্সেস" হতে পারে না। ভার্সেস হয় দল বনাম দলে। নয়তো একজন বনাম একজনে।
২
তবলিগের ফিতনার সময় আমি বলতাম হাফেজ জুবায়ের সাহেবের উচিৎ এখন সরে দাড়ানো এখান ফাইট না দিয়ে। যদিও উনি ঠিক। নিজের ইজ্জত বাচবেন, তবলিগও বাচবে।
উনি সেটা করেন নি। কেন? কিছু আছে নিশ্চই! জানা নেই।
সরে না দাড়ানোর পরে উনি বেচেছেন সরে না দাড়ানোর কারনে, তবলিগের একটা খন্ডিত অংশকেও আল্লাহ বাচিয়ে দিয়েছেন।
আমি যা ধারনা করি সেগুলো ঠিক না।
৩
হাটহাজারির ঘটনা। মনে করছিলাম বাবু নগরি সাহেব সরে দাড়ালে হয়তো উনি স্বসম্মানে থাকতে পারবেন। উনার কান্নার ভিডিও দেখেছেন আজকে?
কিন্তু আমি যা ধারনা করি সেটা ঠিক না।
https://www.benfrederickson.com/github-wont-help-with-hiring/
Sudan is underwater. Historic flood in 100 years. 3 month long state of emergency declared.
And this is how people are reacting.
Nothing new. We lived in such condition in the city for 2 months in 1988 and again in 2002 or something.
Life moves. It's not the end of the world.
যাকে দেখো তোমার সাথে ফাইট লাগতে আসছে -- সেও তোমার মতো ভিতু।
যাকে দেখো ফটা ফট ইংলিশ বলছে -- সেও তোমার মতো অজ্ঞ।
যার ক্ষমতার সামনে তুমি চুপসে যাচ্ছো -- সেও তোমার মতো দুর্বল।
আল্লাহ তায়ালা কেবল তাদের ঐ শো অফে নিযুক্ত করে রেখেছে যেটা তোমাকে করে নি। ভেতরে আমরা সবাই সমান ফাপা।
কেবল তার কাপড়টা তুলে নাও দেখবে সে কেমন অসহায়।
এ জন্য হাশরের ময়দানে আল্লাহ তায়ালা আমাদেরকে এই কাপড় খোলা অবস্থায় উনার সামনে দাড় করাবেন। পুলিশের এসআই এসপিকেও দেখবে কি রকম অসহায়।
এই যুদ্ধাং ভাব, এই উচু গলা, এই শক্তি, এই কথা, এই পোশাক -- এগুলো যেন তোমার কাছ থেকে আসল সত্যকে আড়াল না করে রাখে। তোমাকে প্রতারিত না করে। তোমাকে প্রভাবিত না করে। ভিত না করে। কখনো হিন্য মনা না করে।
এগুলো পার করে এর পর তাকিয়ে দেখো।
Fascinating nevertheless.
Interesting fact : Being a New Zealander, he doesn't speak French.
Using 1 ton AC in a 240 sqft room. Generally sellers will advice you to use 2 ton or 3 ton in these cases. 1 ton per 100 sqft. I have used 40% of their recommended capacity.
Still successfully brought down room temperature down to 24 degrees Centigrade when AC was set to "24". And humidity down to 45%, That's "cool" level. Comfortable level is 26C.
Outdoor temperature is 30C and humidity 80%.
So that's pretty much acceptable for our need.
Note for those that were worried if undersized ACs will cool your room enough or not.
"কিন্তু আমি মুখ ঘুরিয়ে নিলে বাতেল বাড়তে থাকবে।"
বাড়বে না। হক পরাজিত হয়েও বিস্তার লাভ করতে থাকে। বাতেল বিজয়ী হয়েও এর পর হটাৎ পড়ে যায়।
এর পরও যদি তুমি তাদের বিরুদ্ধে লেগে থাকো?
তবে তুমি তোমার মনোযোগ আর তোমার বিরোধিতা দ্বারা তাদেরকে শক্তি যোগাচ্ছো। তারাও তাই চায়। তোমার মনোযোগ চায়। তুমি পক্ষে থাকো বা বিপক্ষে।
কারো বিরুদ্ধে সবচেয়ে খারাপ তুমি যা করতে পারো সেটা হলো তার থেকে মুখ ফিরিয়ে নেয়া এর পর তাকে ভুলে যাওয়া।
"রেইল লাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল।"
Even though this pro vs anti debate is a little bit moot for me, been watching YQ since 2000, I expected him to be a little bit pro-madhabi then. To my dismal he wasn't.
He probably is now. 30 years later. And by then I have passed my age when one seeks approval from others for his own views.
কেবল আল্লাহ সহায়ক।
অভিযোগ নেই। কেবল খারাপ কাজকে অপছন্দ করবো তবে আমি সে দায় থেকে মুক্ত।
এর পর সোয়াবের আশা করবো, যে সোয়াব কোনো ইউটোপিয়ায় বড় হলে পেতাম না।
যুগ যগ ধরে অধিকাংশ মুসলিমই জালেম বাদশাহদের নিচে জীবন কাটিয়েছে। "জালেম না" এমন শাসক ছিলো হাতে গুনা, এক্সেপশন, হয়তো কেবল ৫%।
ভারতের মোস্তফা কামাল ভাই বলেন : আমি নিজে ছয় বার ঈদ; নিজামুদ্দিন এ হযরত মাওলানা ইনামুল হাসান (রহঃ) এর জমানা তে করেছি এবং দেখেছি নিজামুদ্দিন এর সমস্ত সাথীরা ঈদের নামাজের পরে হজরতজ্বী এনামূল হাসান (রহঃ) সাথে মুসহাফা করতেন কিন্তু সাদ সাহেব করতেন না!
(collected)
কিছু হয়ে যাবে খুব-পক্ষে।
কিছু ভিষন বিপক্ষে।
অন্য দলগুলোর সাথে এইরকমে আমার সত্যি কিছু আসে যায় না।
এখানে আসে যায়।
Warning to self.
... উম আমার আবার কিছু বলা নিষেধ। চারিদিকে সবাই কথা বলে ফাটায় ফেললেও কারো কোনো দোষ নেই। আমি অর্ধেক কথা বলার আগেই আশে পাশের সবাই ফেটে পড়ে। কেন জানি না। :V আমার ওয়াইফের মতে আমার কথা বলার স্টাইলটাই নাকি খারাপ, "পিত্তি জ্বালায় দেয়"। :-D
Keep watching. :-) কোটেশন নিচে ___
وقال السديس في خطبته "من التنبيهات المفيدة في مسائل العقيدة، عدم الفهم الصحيح في باب الولاء والبراء، ووجود اللبس فيه بين الاعتقاد القلبي وحسن التعامل في العلاقات الفردية والدولية".
وأضاف أنه "لا يتنافى مع عدم موالاة غير المسلم، معاملته معاملة حسنة تأليفا لقلبه واستمالة لنفسه، للدخول في هذا الدين"، مستشهدا بوقائع حدثت مع نبي الإسلام محمد في تعامله مع اليهود.
ওই কে আছোস? মিউজিক লাগা .... :V
হ্যা আমার।
"সেখানে একটা আবৃতি আছে 'কুম কুম ইয়া হাবিবি' সেটা আমার গলা কিনা?"
না। বরং অডিওটা নেট থেকে কালেকটেড, এর পর ভিডিও করে পোষ্ট করেছিলাম অনেক আগে। এটা আমার গলা না। অনেকে মনে করে আমার।
"ইন্টারেসটেড, সেখানে আর কি আছে?"
কিছু নেই। কেবল এটা। তাই লিংক দিলাম না। এখন হটাৎ দেখি ৫০০ সাবসক্রাইবার। কি করে হলো কখন হলো জানা নেই।
জাজাকাল্লাহ।
যদি কেউ লুট করতে আসে তবে বাধা দিয়ে মারা গেলে আমি শহিদ।
কিন্তু যখন বিচার, ভাগ, বাটোয়ারা, কথা, কাজ, প্রাপ্য, ভুল বুঝা, সমাজ পরিবেশ সংসারে হয় তখন সেগুলোকে সহজ ভাবে নেয়া।
দুনিয়ার সব কিছু সমান ভাবে ভাগ হয় না। সব কিছু ইনসাফ মতোও হয় না। শরিয়তের গন্ডির মাঝে চলেও দেখবেন ঠকেছেন। হয়তো শরিয়তের গন্ডির মাঝে চলার কারনেই ঠকেছেন।
মন খারাপ না করা। "ইনসাফ হয় নি" আপত্তি না তোলা।
হয় আল্লাহ তায়ালা দুনিয়াতে কিছু ভালো দিয়ে দেবেন অন্য দিক থেকে।
এর পরও আরো কিছু প্রাপ্য থাকলে আখিরাতে।
আল্লাহ তায়ালা আমাদের উনার উপর সন্তুষ্টদের একজন করুক।
কারন একশনে যেতে বাধা দেয়া মানে আমি বাধা দানকারি হিসাবে আরেকটা একশনে জড়িয়ে গেলাম।
তবে নিজের অবস্থান পরিষ্কার রাখি। যেন যে কনফিউজড সে যেন জানে আমি কিসের উপর আছি।
এতেও নিজের রক্ষা নিশ্চিৎ না -- যাকে আল্লাহ তায়ালা রক্ষা করবেন সে ছাড়া।
শেষ যুগ। একশনে একশনে উম্মাহ শতবিভক্ত হয়ে যাবে -- বলা আছে।
ঐক্য হবে না যতক্ষন না আসমান থেকে ... এর পর যা বলা আছে।
মানে চারিদিকে শত ঐক্যের কথা হবে, কিন্তু বাস্তবে কেবল বিভক্তি বাড়বে।
বসে থাকি।
দেখতে থাকি।
নিজের গুনাহর জন্য মাফ চাইতে থাকি।
তবে অন্যের পথ -- যে যেতে চায় তার পথের বাধা না হই।
কভিডে আক্রান্ত, বহু লোক হাসপাতালে।
আপনি আক্রান্ত, কিছু হয় নি।
চাকরি হারিয়ে অনেকে আনাহারে।
আপনার চাকরি এখনো ঠিক আছে।
অন্যদের ডায়বেটিস, কিডনি অনেক রোগ।
আপনার এই মেজর রোগ এখনো নেই।
কত মানুষকে সরকার ধরে জেলে দিচ্ছে।
আল্লাহ তায়ালা আপনাকে এখনো ফ্রি রেখেছেন।
রাস্তায় অনেক দুর্ঘটনায়।
আপনাকে এখন পর্যন্ত বড় আপদ থেকে বাচিয়েছেন।
কথাটা ছিলো : "আমি ঠকেছি। তাই আল্লাহ তায়ালা এর বিনিময়ে ভালো কিছু দেবেন ধারনা করে আমি বসে আছি।"
ঐ ঠকাটা ছিলো আপনার জন্য আপদ।
আলহামদুলিল্লাহ, সেই আপদ পেছনে ফেলে এসেছেন।
অন্য আপদগুলো থেকে আল্লাহ বাচিয়েছেন।
নির্ভর করে।
যদি এখনই যথেষ্ট বন্ধু থাকে, তবে আরো বন্ধুর দরকার নেই।
যদি ছাত্র অবস্থায় অনেক বন্ধু থাকে, তবে চাকরি-সংসারে গেলে নতুন বন্ধুত্ব করার সময় নেই।
যদি বাস্তব জীবনে বন্ধু থাকে, তবে অনলাইনে করার প্রয়োজন নেই।
Boys take lesson before marriage.
Oh! That's wrong!
Well, No?
That's because 1+2+3=1*2*3
And I thought he was bald.
Makes sense.
Never realized.
মনে করলাম পাইছি! আরেক "শরিয়ার" নামে নিজের "আকল" বিক্রিকারির মুখোশ উন্মোচন হবে!
এর উত্তর আমি জানি। কিন্তু নব্য জেনারেশনের আলেমরা নতুন নতুন "জনপ্রীয়" ফতোয়া আনতে যেহেতু পছন্দ করে, তাই এই জেনারেশনের দেওবন্দি আলেমরা কতটুকু "ইনোভেটিভ" সেটা বের করার আরেক সুযোগ।
ক্লিক ওপেন লিংক।
এর পর উত্তর পড়লাম :
"শরীয়ত কোন সীমা নির্দিষ্ট করেনি। বরং ক্রেতা বিক্রেতা যে মূল্যের উপর সন্তুষ্টচিত্তে রাজি হবে, সেটাই মূল্য হিসেবে ধর্তব্য হবে। তবে ধোঁকা ও মিথ্যা থেকে বাঁচা জরুরী।"
https://ahlehaqmedia.com/9987-2/
কিন্তু! কিন্তু!! আমাদের লুৎফুর ফারাজি সাহেবকে দেখে সেই রকম "হাইলি ইন্টিলেকচুয়াল" তো মনে হয় না। যেমন ডাঃ খন্দকার জাহাঙ্গির স্যারকে মনে হতো।
এর পরও উনার উত্তরগুলো এত সঠিক হয় কি করে?
এর উত্তর হলো উনি নিজে আকল খাটিয়ে "যুগোপযোগি" আর "জনপ্রিয়" "পপুলিষ্ট" উত্তর বের করেন না। যেটা হাজার বছর ধরে হানাফি মাজহাবের কিতাবে লিখা আছে সেটা না-বুঝলেও বলেন, অপছন্দ হলেও বলেন।
তাই হানাফি দেওবন্দিতে ফতোয়া পরিবর্তিত হয় না। আমি বুড়া মানুষ ৪০ বছর আগে বাচ্চা বয়সে যা শিখেছিলাম, তখন যা ছিলো এখনো তাই। আর যারা বলবে "আপনারা বুড়ারা আছেন সেই আদি যুগে পড়ে, আমরা স্মার্টরা আধুনিক ফতোয়া বের করছি" -- তাদের ফতোয়া দেখবেন প্রতি দশকে দশকে পরিবর্তিত হবে। এক গ্রেন্ড মুফতি মারা গেলে পরের গ্রেন্ড মুফতির যুগে নতুন ফতোয়া আসবে।
নিজে যা জানি সেটায় স্টিক করি। আমার অবস্থান "মর্ডানিষ্টদের" অপছন্দ হলেও।
This BLM movement has hurt Dems most.
But it's still an uncertainty and swing states will decide.
// Or swing chads, or whatever.
খুব চেষ্টা করছি দ্বিনি আর পোষ্ট না দেয়ার জন্য। সরে আসতে। দিলেও খুবই নেরো স্পেসিফিক কোনো একটা টপিক ধরে শুধু ততটুকুর উপর। সমসাময়িক বিষয়গুলোর উপর না।
কিন্তু স্পেসিফিক বিষয়টা কি হতে পারে সেটা এখনো বের করতে পারি নি।
এর আগে যা দেয়া বন্ধ করবো বলেছিলাম ____
ক্রস মাজহাব পোষ্ট দেবো না বলেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10157579935643176
মেটা সেল্ফ ডিফেন্স পোষ্ট আর দেবো না বলেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10157577866858176
নিজেকে মক করে আর পোষ্ট দেবো না বলেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10157564380598176
করোনা ভাইরাস নিয়ে আর দেবো না বলেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10157190114068176
খুজতে গিয়ে পেলাম মজলুমদের আর্ত চিৎকার নিয়ে আর পোষ্ট দেবো না বলেছিলাম ২ বছর আগে। সম্ভবতঃ শুকরিয়া মাহফিলের ঘটনায়।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155279947713176
যেমন ছেলে, বাপ অথবা মা হত্যা করবে বাকিদের। এই ধরনের খবর মনে হয় ইদানিং আগের তুলনায় কিছু বেড়েছে।
Deep.
আচ্ছা, মনে করেন আমাদের "মানহাজি" ভাইয়েরা গন হারে সবাই কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে ফারেগ হওয়া আরম্ভ করলো। এক সময় তারাই কওমি আলেমদের "অধিকাংশ" বা "আকছার"। তাদের ফতোয়াই এখন দেওবন্দিদের মূলধারার ফতোয়া।
তখন কি করবো? তাদের পথ অনুসরন করবো?
জানা নেই।
দেখতে থাকি।
আমাদের শায়েখ সুদাইসের গত সপ্তাহের ভাইরাল খুতবার ভিডিও থেকে এতটুকু জানলাম যে জুম্মা এখনো হারামে চালু হয় নি।
জুম্মার যদি এই অবস্থা হয় তবে ওয়াক্তিয়া নামাজের কি অবস্থা?
মধ্যপ্রাচ্যের সব দেশের মসজিদ খুলে দেয়ার ব্যপারে বড় করে ঘোষনা-নিউজ ছাপায়। এর পর কি? কতটুকু নামাজ পড়া যায় এখন সেখানে সত্যিকারে?
যদি ধরেন : ফরম ফিলাপ করে, ন্যশনাল আইডি কার্ড দেখিয়ে, থানা থেকে অনুমতি পত্রের সাইন নিয়ে প্রতি ওয়াক্তে মসজিদে ঢুকতে হয় তবে এটা "খোলা" কিন্তু আসলে বন্ধ।
সামনের বছর হজ্জ হয় কিনা দেখার অপেক্ষায়।
যখন আরম্ভ হবে তখনও back log থাকবে বিশাল। এর উপর হাজ্জিদের সংখ্যার উপর আরো কঠিন কঠিন restriction থাকবে নিশ্চই।
কেউ প্রতিদিন খেতে চাইলে তার বাগানে চারটা গাছ লাগাতে হবে।
বাংলায় এ গাছকে বলে "ডুমুর"। ডুমুর গাছ একসময় বাংলায় প্রচুর ছিলো। কিন্তু বাকি পৃথিবির মতো এখানেও এর আবাদ বন্ধ হয়ে গিয়েছে। চাহিদা নেই। কেউ খায় না।
সময় থাকলে হয়তো চেষ্টা করতাম ইনশাল্লাহ। কিন্তু ব্যস্ততা। জীবনে সব কিছু করার সময় নেই।
Doom was the first modern looking FPS released in 1992. Used to play a lot then. And all FPS since still look the same, to me at least. No much difference.
Gameplay on youtube.
The other popular genre is open world games. Popularized by GTA. Now led by Assassin's Creed series.
Plus Oregon, situated north of CA. The fire there is worse than CA. It's more like the whole West coast is on fire. Starting from the border of Mexico to north.
Pic shows an apocalyptic view of Golden Gate bridge at mid noon. All these fire and smog floating in air and turning sunlight red.
https://www.nytimes.com/2020/09/09/us/fires-oregon-california-live-updates.html
আগের যুগের কাহিনি। মুসলিমদের শহরে ডিপ্রেশন চলছে। শায়েখের কাছে ছাত্র বলে "হুজুর কারন কি?"
শায়েখ বলেন ঐ বাজারে একজন আবদাল আছে তার কাছে গিয়ে দেখে আসো। তার বর্ননা দিয়ে দিলেন।
গিয়ে দেখে সেই আবদাল ৫ পয়সা দিয়ে তরমুজ বিক্রি করছে চুপচাপ। যেন তার কোনো উৎসাহ নেই। ছাত্র একটা তরমুজ নিয়ে কিছু খেয়ে বলে "এহ! এটা পচা"। ফেলে দিয়ে পয়সা না দিয়ে চলে যায়। বিক্রেতা চুপ চাপ। কিছু বলে না।
সে ফিরে এসে উস্তাদকে জানায় এই দেখলাম। শায়েখ বলে "এটা কারন।"
কিছু দিন পরে মন্দা কেটে যায়। চারদিকে ব্যবসা বানিজ্য ছুটা-ছুটি বহু একটিভিটি। শায়েখ বলে এখন গিয়ে দেখো সে কি করছে।
দেখে সে ১ পয়সা দিয়ে ঠান্ডা পানি বিক্রি করছে। দুটো টিনের পাত একসাথে বাড়ি দিয়ে ঝনন শব্দ করে সজোরে জানান দিয়ে।
ছাত্র এক গ্লাস পানি নিলো। কিছু খেয়ে বলে "এহ এতে খড়ের টুকরা ময়লা" বলে ছুড়ে ফেলে দেয়। আবদাল তাকে শক্ত করে ধরে। বলে "ময়লা থাক বা না থাক, পানি খেয়েছেন এখন পয়সা দিয়ে যেতে হবে।"
সে পয়সা দিয়ে ছাড়া পেয়ে ফিরে এসে শায়েখকে বলে।
শায়েখ বলে "এই কারন।"
আশরাফ আলি থানভির বয়ান থেকে ছোট গল্প সংকলনের একটা বইয়ে পড়েছিলাম বহু আগে। এখনো দেশে মন্দা চলতে থাকলে গল্পটার কথা মনে পড়ে।
বিস্তারিত ব্যখ্যা চাইবেন না প্লিজ। আমিও জানি না। সেই বইয়েও নেই, কেবল গল্পটা আছে। আর ব্যখ্যা করা আমার পছন্দ না, কিন্তু গল্প পছন্দ। গল্প থেকে শিক্ষা। ব্যখ্যা যার যার "নিজের বুঝের" কথা।
প্লাস মসজিদে ঢুকার জন্য শর্ত কি? ভেতরের ফাক করে হাতে গুনা কিছু। বাকিরা যদি রাস্তায়ও না দাড়াতে পারে তবে এটা ভিন্ন রকম হলো।
ঈসা আঃ এর সময়। উনি পথে যেতে দেখেন এক বৃদ্ধ মাটি খুড়ছে। কিছু একটা চাষ করবেন, বা কিছু বানাবেন।
উনি দোয়া করেন : হে আল্লাহ! এই বৃদ্ধ! তার শেষ বয়সে? তার আশাকে কমিয়ে দিন।
বৃদ্ধ কোদাল রেখে দেয়। পাশে মাটিতে শুয়ে পড়ে।
এরকম দেখে কিছুক্ষন পরে উনি দোয়া করেন : হে আল্লাহ! তার আশা আবার ফিরিয়ে দিন।
কিছুক্ষন পরে সে উঠে দাড়ায়। আবার কাজে লাগে।
ঈসা আঃ বৃদ্ধকে জিজ্ঞাসা করেন : তোমার কি হয়েছিলো?
জবাব দেয় : হটাৎ মনে হয়, মরেই যাবো! এত কাজ করে লাভ কি? বসে পড়ি। এর পর মনে হয় যতদিন বেচে আছি, খেতে তো হবে? তাই কাজ করি।
- কিমিয়ায়ে সাআদাত।
// ডিপ্রেশন।
আবু মুসা আশআরি রাঃ
শেষ বয়সে ইবাদত অনেক বাড়িয়ে দেন। মানুষ বলে
: এই বয়সে এত কষ্ট না করলে না?
বলেন
: ঘোড় দৌড়ের সময় শেষ দাগের কাছে আসলে সব ঘোড়া আরো দ্রুত ছুটতে থাকে দাগ পার হতে।
- কিমিয়ায়ে সাআদাত
এক আল্লাহর বান্দা। একজন তাকে ধরে বলে,
: গোপন কথা আছে।
: বলুন।
: আমি মালাকুল মউত।
: মারহাবা! অপেক্ষায় ছিলাম, বহু দিনের ধরে। খুশির খবর আনলেন।
: কোনো কাজ বাকি আছে?
: আল্লাহর সাথে সাক্ষাতের থেকে জরুরী কোনো কাজ নেই।
: আপনি যেভাবে চান, শুয়ে বা বসে।
: তবে একটু অপেক্ষা। অজু করে নেই। দুই রাকাত নামাজের সময়।
সে অবস্থায় তার জান কবজ করা হয়।
- কিমিয়ায়ে সাআদাত। একজন সাহাবির কথা হিসাবে বর্ননার অংশ।পরে।
কবরের সওয়াল জবাবের প্রস্তুতি এই না যে উত্তরগুলো বার বার আওড়াতে থাকবো।
#মৃত্যু
[ কেউ ভুল বুঝেছে? নিজেকে ডিফেন্ড না করা। কথা বেশি না বলা। আল্লাহর জন্য চুপ থাকা। ]
এক লোক মক্কার মসজিদে ঘুমিয়ে ছিলো। উঠে দেখে তার টাকার ব্যগ নেই। পেরশান। পাশে একজনকে চোর বলে।
: টাকা ফিরত দে!
সে ছিলো বুজুর্গ। বলে
: আমার সাথে বাসায় চলো।
বাসায় গিয়ে জিজ্ঞাসা করে
: তোমার ব্যগে কত টাকা ছিলো?
বলে "এত"। গুনে বাসা থেকে তাকে তত দিয়ে দেয়।
সে সেটা নিয়ে বাইরে এসে শুনে তার বন্ধু দুষ্টামি করে তার ব্যগ লুকিয়ে রেখেছিলো। পাওয়া গিয়েছে।
মাফ চেয়ে সে টাকা ফিরত দেয়। বুজুর্গ বলে আমি দান হিসাবে দিয়েছিলাম। দানের টাকা ফিরত নেই না।
পেরশান। কি করবে? শেষে ঐ টাকা সে দান করে দেয়।
- কিমিয়ায়ে সাআদাত।
[ মানুষের থেকে নিজেকে দূরে রাখা ]
রাসুলুল্লাহ ﷺ বলেন :
: শ্রেষ্ঠ মানুষের কথা বলবো তোমাদের?
: বলুন ইয়া রাসুলুল্লাহ।
: যে লোক নিজের ঘোড়ার লাগাম ধরে বেরিয়ে গিয়েছে এর পর নিজে কতল হয়েছে।
এর পর শ্রেষ্ঠদের কথা বলবো?
: বলুন ইয়া রাসুলুল্লাহ।
: যে মানুষের ক্ষতি থেকে নিজেকে বাচিয়ে রাখে। পাহাড়ে নির্জনে চলে যায়। সেখানে নামাজ পড়ে আর জাকাত দেয়।
সবচেয়ে খারাপদের কথা বলবো?
: বলুন ইয়া রাসুলুল্লাহ।
: যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়েছে। সে দেয় না।
- ইবনে মুবারকের কিতাবুল জিহাদ। আরবি বর্ননা কমেন্টে।
-
[ নফসের বিরুদ্ধে জিহাদ ]
ফাজালাহ বলেন :
রাসুলুল্লাহ ﷺ বলেন :
মুজাহিদ সে -- যে নিজের নফসের বিরুদ্ধে নিজে জিহাদে লিপ্ত।
- ইবনে মুবারাকের কিতাব। স্ক্রিন শট পৃষ্ঠা নম্বর সহ কমেন্টে।
১
"এই হাদিসে এটা বলা আছে অন্য হাদিসে ঠিক তার বিপরিত"
কমন একটা ব্যপার। যদি হাদিসের কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন।
"কোনটা পালন করবো?"
এর একটা পালন করবেন, অন্যটা ছাড়বেন।
"কিভাবে বুঝবো কোনটা পালন করবো?"
ফকিহরা এই কাজ করে দেবে আপনার জন্য। মাজহাবের ইমামরা যেমন। এবং কে কোন হাদিসের উপর আমল করে এর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মাজহাব।
যে সব বিষয়ের হাদিসের ব্যপারে তারা বলে দেবে না, সেখানে নিজের বুঝ।
২
এখানে মন্দ কাজ হলো :
প্রথমে নিজে ঘোষনা দেয়া : "হাদিসে কোনো কনট্রাডিকশন নেই"।
এর পর ভিন্ন মুখি হাদিসগুলো নিজে ব্যখ্যা করার চেষ্টা করা।
বাকি হাদিসগুলোকে "এই হাদিস মানুষ সহি বললেও আসলে সহি না কারন ঐ রাবি বৃদ্ধ বয়সে স্মৃতি হারিয়েছিলেন" "ভুল শুনেছেন" "ভুল বুঝেছেন" "ভুল দেখেছেন" ব্যখ্যা আনা।
এমন করতে থাকলে বহু বহু বহু ব্যখ্যা আনতে হবে আপনাকে। সারা জীবন কাটাতে হবে বাকি হাদিসগুলো "রদ" করার কিছু না কিছু একটা উপায় বের করতে।
৩
আলেমরা এরকম করেন না সেটা বলছি না। বা উনারা করলে সেটা খারাপ সেটাও বলছি না।
তবে আমি করি না। করার প্রয়োজন আছে বোধ করি না। কেউ যদি করতে থাকে তবে তার কথা শুনি না।
But then what? Where will he be *into*, rising up? And what's afterwards? It's void.
There's no way for him to figure out anything more, know about life or its purpose. As everything else is beyond his reach.
Even if he comes up with something, it will just be a new religion. One that he has made up.
Actually this mode has a name too : Nihilism.
When nothing seems to mean anything. All moral teachings have lost its value.
ঢাকার রাস্তায় হাটার টিপস:
A Living On The Edge Presentation.
- চৌরাস্তা পার হবার সময় ডানেও তাকাবেন না বামেও না। নিচের দিকে তাকিয়ে থেকে দুই চোখের কোনা দিয়ে দুই দিকে এক সাথে তাকিয়ে থেকে পার হতে হবে।
- গলিতে হাটার সময় পেছন দিক থেকে রিকশা আসছে কিনা বোঝার জন্য পেছন না, বরং সামনে তাকাতে হবে।
- যদি দেখেন সামনের লোকটা হটাৎ করে লাফ দিয়ে সাইডে সরে গিয়েছে তবে বুঝবেন পেছনে রিকশা। সাইডে লাফ দিন।
- যদি দেখেন সে দ্রুত কয়েক বার আপনার দিকে আর আপনার পেছনে তাকাচ্ছে, তবে এটা ইন্ডিকেটর লাইট। পেছনে রিকশা ঠিকই তবে ঐ লোকের গায়ে লাগবে না। আপনার গায়ে লাগবে। সরে যান।
- কিছুদিন পর রিকশার শব্দের টোন ও ম্যগনিচিউড শুনেই বুঝতে পারবেন পেছনের রিকশাটা কত দূরে। এর পর ইন্ডিকেটর লাইট লাগবে না।
- রাস্তায় জ্যাম লাগলে রাস্তার সাইড দিয়ে না বরং মাঝখান দিয়ে দ্রুত হাটুন। দুই দিকের থমকে থাকা ট্রাফিকের মাঝ দিয়ে।
- ঢাকার এক মাথা থেকে অন্য মাথা হেটে যেতে ২ ঘন্টা লাগে। কেউ যদি বলে আজকে ৩ ঘন্টা জ্যামে আটকে ছিলাম, then he is doing something very wrong।
// That was, The Fast and The Furious, Dhaka Edition.
2001 : Insider job. Didn't believe OBL was involved.
2010 : Yes OBL was involved. My reaction, "Muh!".
2020 : Came to know a lot about OBL's teaching of "Manhaj". There's more to it than meets the eyes at first sight. The depth. You either "accept it all, the Manhaji teaching", or "you are an enemy of us just like them".
Me : Well, ain't that sure. Time to seek neutral ground.
Next decade, if I happen to live through might bring up something new. Or death, meet God on whatever I stand on.
ফিয়েচারের জন্য gsmarena.com. কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন না এর মাঝে কোনটা মার্কেটে আছে, কি দামে। এটা বিশাল ফেক্টর।
আর মার্কেটে গেলে বুঝতে পারবেন না কোন মোবাইলের ফিয়েচার কি? কারন বিক্রেতাও ভালো জানে না।
তাই আগে ব্রান্ড - দাম জেনে এর পর gsmarena থেকে ফিয়েচার দেখে এর পর মার্কেটে গিয়ে কিনে নেন যেটা পছন্দ করেছিলেন ঠিক সেটাই। চয়েস সেখানে গিয়ে না বদলিয়ে।
অন দা স্পট চয়েস বদলালে ঠকবেন।
বাজারে এখন Realme চলছে বেশি। Xiaomi অনেকটা হয়ে গিয়েছে "গত বছরের পছন্দ"।
রেডিয়েশন লিক করে কিনা এটা সব চেয়ে বড় প্রশ্ন। না করলে বাকি কিছুতে সমস্যা থাকার কথা না।
পীরের কাছে গেলেও পীরকে হাদিয়া দিতে হবে।
গুরুর কাছে গেলেও গুরুকে দক্ষিনা দিতে হয়।
যে কোনো ইসলামি দলে যোগ দিন। জা.ই? সদস্য হলেই মাসিক চাদা। নেতাদের মাসের কামাইয়ের ১০% দিয়ে দিতে হয় ফান্ডে।
উল্টো দিকে তাকান। মুজাহিদ কমিটি? মাসিক ফিক্স চাদা আছে।
ওয়াজে গেলেন? ওয়াজের আগেই টাকা দিতে হবে। ওয়াজের সময়ও কালেকশনে। "৩১৩ জনের বদরি কাফেলার সদস্য" হওয়া।
আরবি শিখবেন, তিলওয়াত? -- নুরানি পদ্ধতি, বয়স্ক কোরআন? সবগুলোর জন্য কোর্স ফি আছে। ফ্রি না।
মসজিদে তফসির হয় প্রতি শুক্রুবার রাতে? দেখবেন মাসের শেষ শুক্রুবার হাদিয়া কালেক্ট করছে।
"কাজে দেবে?"
যদি বড় বাসা, ফ্লোর এরিয়া হয়। কাজের লোক নেই। চলে যায়। তখন মপ করতে হয় আপনাকে। আপনার বৌকে না। তখন কাজে দেবে।
"পরিষ্কার হয়?"
মুছার মতো পরিষ্কার। ফ্লোর ভেকুয়াম করলেই।
"রোমবা বা এধরনের রোবোটিক গুলো?"
বিদেশের জন্য ঠিক আছে। দেশে স্পেয়ার পার্ট ফিল্টার পাওয়া যায় না। আপনার কাছে বিক্রি করে খালাস। কিছু দিন পরে নষ্ট। এত দাম দিয়ে কিনেও।
"ভেকুয়াম ক্লিনার টাইপের কোনো পার্থক্য আছে?"
একটা আছে ব্যগ-সহ অন্যটা ব্যগলেস। ব্যগ-সহটা ময়লা ভরে গেলে ব্যগটাই ফেলে দিতে হয়। নতুন ব্যগ কিনতে হয়। দেশে যেহেতু নতুন ব্যগ পাওয়া যায় না কোনো মডেলেরই তাই ওয়ান টাইম ইউজের ব্যগ মাল্টিপেল টাইম ব্যবহার করতে হবে। তিন চার বারের পরে ছিড়ে যাবে এর পর ক্লিনার অচল।
তাই ব্যগলেস কিনতে হবে। ময়লা ভরে গেলে খুলে ময়লা ঝেড়ে ফেলে দিলেই শেষ।
"ছোট, সস্তা, পোর্টেবেল কয়েকটা দেখলাম"
কাজ দেবে না। ব্যবহার কষ্টকর। এডে যাই দেখাক। স্টেন্ডার্ড সাইজগুলো কিনুন।
"বড়গুলো কত সাইজের কিনবো?"
সাইজ না। এগুলো মাপে ওয়াট দিয়ে। 1800 ওয়াটের গুলো বড়।
"দাম কি রকম পড়বে?"
৬ হাজার থেকে ৮ হাজার টাকা।
আর যার উপর আমল নেই সেগুলো বেশি প্রচার করলে যে আযাবের কথা হাদিসে আছে সেটাতে পড়ে যাবো।
তাই এতটুকুই ইনশাল্লাহ। আরো যারা জানতে চান তারা নিজেরা গাজ্জালির বই পড়ে দেখতে পারেন।
কেবল একটা বই পড়তে চাইলে বলবো "ইয়াহইয়া উলুম উদ্দিন"। কিন্তু আমি আর শেয়ার করতে চাচ্ছি না। যদিও এতে লাইক পাওয়া যায় -- কিন্তু লাইক পাবার পরে আমার আর কোনো লাভ নেই।
তাই অনেকটা "Covid এর উপর আর পোষ্ট দেবো না" এর মতো বলতে ইচ্ছে করছে "দ্বীনি পোষ্ট আর দেবো না"। আমার যা বলার ছিলো বলা হয়ে গিয়েছে। যতটুকু জানি ততটুকুর উপর আমল করা অনেক বাকি। নতুন কিছু জানা দ্বারা আমার আর উপকার নেই।
কিন্তু এখনই বলছি না "আর দেবো না"। দেখি কিছু দিন না দিয়ে থাকতে পারি কিনা। যদি হয় তবে এর পর ঘোষনা দিয়ে রিটায়ার্ড।
এর আগে হয়তো লিখাগুলো গুটিয়ে আনতে পারি। যা লিখেছি সেগুলো ইনডেক্স করে ক্লিনআপ।
জাজাকাল্লাহ।
যা কিছু জীবনে কোনো না কোনো বেলায় বা প্রান্তে ইন্টারেস্টিং পেয়েছিলাম সেগুলোর উপর। এর সব ইসলামি না। সব কিছু সবার কাছে ইন্টারেস্টিং হবে না।
তাই দেখেন। পছন্দ হলে ফলো। নয়তো "আনফলো"।
ফেসবুক দুনিয়ার শেষ না। [ smile ] :-)
I would bet about 4 months. KSA-Israel agreement within or after US election.
Keep your prayers up. /s
__________
The other thing is annexation of Jerusalem. It's annexed, but the official declaration is pending. KSA will want to make sure its declaration of joining the club vs Israel's declaration of annexation of Jerusalem doesn't fall too close together. That will be embarrassing.
That doesn't mean he's gone. Just that the rift will split wider. The larger group will be called "mainstream" the other one "deviant".
Let me close it here.
Keep watching.
বললেন, "আপনারা মানুষের গুনাহ দেখে রেগে যান, সেই রাগের সাথে কথা যখন বলেন তখন আপনাদের কথা শুনেও মানুষ রেগে যায়। আমরা মানুষের গুনাহ দেখে কষ্ট পাই। সেই দুঃখ নিয়ে যখন কথা বলি তখন মানুষ আমাদের সাথে কাদে।"
২
পাকিস্তানের জিম্মাদার সাহেব বলছিলেন "তবলিগওয়ালাদের কথায় আগে প্রভাব পড়তো যখন তারা সাধারন মানুষের মতো ছিলো। যখন থেকে তারা নিজেদেরকে সাধারনদের থেকে বেশি বুজুর্গ হিসাবে দেখা আরম্ভ করলো, তখন তাদের কথার প্রভাব কমে যায়।"
৩
তাকে দোষ ধরিয়ে দেবে? দেখো তাকে "আমার কাছের লোক, ভালো লোক, অল্প কিছু কেবল খারাপ। সেটা চলে গেলে ভালো হতো" -- এমন হলে তাকে বলতে পারো। তার কাছের লোক হলে, অল্প কথায়, যেন কষ্ট না পায়, ভুল না বুঝে।
নয়তো চুপ থাকো।
পাশে,
একজন ফকিরের কথার গুরুত্ব আমার কাছে আছে যদি আমি তাকে শ্রদ্ধা করি।
ফকিরকে শ্রদ্ধা করবো কেন? তার মাঝের দ্বিনদ্বারি দেখে। বা তার আখলাক। বা তাকে যদি বিজ্ঞ মনে করি এক দিক থেকে, জ্ঞানি।
যার গুরুত্ব আমার কাছে নেই, তার কথা শুনবো না।
তার ভালো কথাও পাত্তা দেবো না।
অন্য সবাই তাই করে ধরে নিতে পারি।
তাই উপদেশ দেয়ার আগে এটা দেখি আমার কতটুকু গুরুত্ব তার কাছে আছে।
না থাকলে বিরত থাকি।
চার বন্ধু বসে আড্ডা দিচ্ছে বিকালে। মাগরিবের আজান।
একজন বললো : "দোস্ত আমাদের নামাজ পড়া উচিৎ। আমরা পড়ি না।"
দাওয়াহ। যদিও সে নামাজ পড়ে না। কিন্তু অনুশোচনা -- ঠিক আছে।
বা সে বললো : "চল যাই নামাজ পড়ি আজকে সবাই"
যদিও আমল করে না, কিন্তু করবে তাই দাওয়াহ দিচ্ছে -- ঠিক আছে।
বললো : "ওই তোরা সবাই যা, নামাজ পইড়া আয়। যা যাহ!"
নিজে আমল না করে অন্যকে দাওয়াহ দিচ্ছে -- ঠিক নেই।
বুঝার বিষয় যে : সবজায়গায় "নিজে আমল না করে আরেক জনকে বলস কেন?" বলার সুযোগ নেই।
কিন্তু এটা কমন সেন্স। যে বুঝে সে বুঝে।
যে এক দিকে ঝুকে তর্ক করে, তাকে বললেও বুঝবে না।
"মোবাইলেই তো টাইম দেখা যায়?"
মোবাইল সবসময় আপনার পকেটে থাকে না যেহেতু।
থাকলেও প্রতি মিনিটে মিনিটে বের করে সময় দেখতে পারবেন না যেহেতু।
"মিনিটে মিনিটে দেখার দরকার কি?"
মসজিদে জামাতে নামাজ পড়লে লাগবে। মিনিট ধরে সময় ঠিক রাখার জন্য।
"সস্তায় একটা বলেন"
কেসিও সস্তা ডিজিটাল গুলো। তবে সমস্যা হলো সেটা এক মাসের মাঝে দেখবেন অনেক মিনিট ফাস্ট-স্লো হয়ে গিয়েছে। যেটা আপনার মোবাইলে হবে না। তাই ইউজলেস।
"ঠিক আছে বড়লোকি একটা বলেন"
মেকানিক্যল ঘড়ি
(-) সময় এরকম ড্রিফট করবে। তবে কম। যদি বছরে বা ছয় মাসে একবার সময় আবার রিসেট করতে পারেন।
(+) ব্যটারি বদলাতে হবে না।
ডিজিটাল ঘড়ি
(-) এটারও সময় ড্রিফট করবে।
(-) বছর বছর ব্যটারি বদলাতে হবে।
"তবে সোলার?"
(-) ড্রিফট।
(+) ব্যটারি বদলাতে হবে না।
"দুই এক মিনিট নিশ্চই কিছু না?"
প্রতি দিন পাচবার করে মসজিদে নামাজ ধরতে হলে কিছু। আর ইফতার করতে চাইলে।
"ড্রিফট করবে না কোনটা?"
এখন ডিজিটাল রিস্ট-বেল্ট ফিটনেস স্টাইলের নতুন জেনারেশনের ঘড়িগুলোতে। এগুলো আপনার মোবাইলের সাথে সময় সিংক করে রাখে যেহেতু।
"দাম কেমন?"
২০০ থেকে ২০০০ টাকা।
নকলগুলো ২০০-৪০০ টাকা। ব্যটারি কম দিন চলে। অরিজিনালগুলো ১০০০-২০০০ টাকা ব্যটারি এক্সপেকটেশন মতো চলে। বাকি ফিয়েচার এক। বিল্ড কোয়ালিটিতে পার্থক্য থাকতে পারে।
"কি ফিয়েচার দেখে কিনতে হবে?"
প্রতি দিন রিচার্জ করতে হলে কিনবেন না। যেমন Apple এর গুলো। আনলেস আপনার লাইফ যদি মিলিটারি স্টাইলে রুটিন না হয়।
যেগুলো মাসে একবার চার্জ করলেও হয় সেগুলো কিনে দেখতে পারেন।
এটা সবচেয়ে জরুরি রিকোয়ারমেন্ট।
"কিছু ব্রেন্ড?'
যেমন শাওমির আছে। আরো অনেক আছে। নেটে সার্চ দিন।
"কোথায় পাবো?"
মোবাইলের দোকানে। বলেন "ব্যন্ড ঘড়ি কিনবো"।
তবে লিষ্টটা পড়ে দেখেন এর প্রথম এনট্রিটাই "E-100" কিনা।
যদি লিষ্টের প্রথমটা E-100 হয় তবে এটা ফেইক লিষ্ট। ইগনোর করেন। রিশেয়ার করবেন না। আপনাকে বিচলিত করার জন্য এগুলো লিখা হয়।
E-100 হলো খাবার হলুদের গুড়া। যেটা আমরা প্রতিদিন রান্নায় দেই। এটা হারাম হবার কারন নেই।
| "লিষ্টে E-100 নেই। কিন্তু E-101, বা E-102 আছে। তবে?"
110 আর আগে কোনো হারাম নেই। যেগুলো আছে সেগুলো এর পরে।
| "পুরো লিষ্টটা দেন, যেগুলো হারাম।"
এখানে না। আমার মূল পয়েন্ট উপরেরটা। আরো যা জানতে চান Google করেন।
Compare it with Foundation series. No hard name to memorize. "The emperor" "2nd foundation" even the villain was called just "the Mule", that's all.
Recently tried to go through Dune's story line from youtube book recap short videos, still found the names too hard.
But it's a popular series nevertheless.
Exposure : "Dune 2" was the first strategy game that I played through to end in the early 90s.
Currently watching Dune getting a resurrection, due to film adaptation.
বেফাক নিয়ে যদি এখন বিভক্ত হয়, তবে আমি দেখার অপেক্ষায় থাকবো কোন দল উপরের কোন দিকে যায়।
______
যদি বাচি ইনশাল্লাহ। মরে গেলে পরিক্ষা শেষ, ফিতনা শেষ, হক বাতিলের প্রশ্ন নেই, কারন পথ খুজার আর দরকার নেই।
Last time watched it roll to a fine decimal digit was when it went to 10000... watched it roll there live. Couldn't recall which year. Someone said in 2001.
Time flies.
Watching it counting since when it was 78....
Commands to check your system.
Softbank selling ARM to Nvidia for $40B. Reports WSJ.
They purchased it 4 years back for $34B. Stocks in the meantime are up 55%.
I am afraid Softbank books by now have some big secrets waiting to be exposed. Just a guess. :-)
অন্য কেউ আবার শুনতে যেয়েন না। ট্রল পোষ্ট।
তবে শুনছি এটা সত্যি।
Feeling like : "জানার কোনো শেষ নেই। জানার চেষ্টা বৃথা তাই।"
ফেসবুকে একটার পর একটা ঢেউ উঠতো। আর আমি পোষ্ট দিতাম phase shifted reverse wave. যেন বিরোধিতা করা ছাড়া আমার আর কোনো কাজ নেই :V
এখন চিন্তা করি এত ক্যচাল করার দরকার কি ছিলো? সব ইগনোর করলেই আরো শান্তিতে থাকতে পারতাম।
Anyway, looking back. Reshare.
So next is Oman. Morocco declared will allow Israeli planes fly over.
Meanwhile Saudi waiting for Palestine authority to accept its peace offer and declare *union*. After which it hopes to jump in.
Now is a bad time to be Palestine leader. Though not betting on them to cave in.
Watched the Clinton era peace initiative in the 90s. Everything was finalized, friendly and ready to go. But Palestine authority stubbornly declined, afaik Yasir Arafat was then the leader.
Later the signing went on without Palestine. And Jordan joined in.
Heavy pressure from Saudi side on Palestine this time to agree on a contract.
Watch on.
তফসির লিখেন আরবিতে। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখা। একটা অক্ষরও কোথাও নেই যেটাতে নুকতা, মানে উপরে বা নিচে ফোটা, দেয়ার প্রোয়োজন আছে। মানে জিম, শিন, খা, দ্বোয়াদ এরকম অক্ষরগুলো যেসব শব্দে আছে সেগুলো ব্যবহার না করে।
৯০ এর দিকে একটা ওয়েব সাইটে পেয়েছিলাম সেই তফসিরের লিখাগুলো আরবিতে।
এর পর আর পাইনি খুজে।
Then comes the political aspect. Netanyahu had to find a way to stop the ongoing protests against him. And then there's the easiest way.
Visited one and figured out order delivery persons from various apps outnumbered regular customers like 3 to 1.
Plus, most of the large orders were picked up by them. This was the trend even before covid. And covid amplified it further more, now like 10 to 1.
A big shift in how we live. Plan your businesses around this change and can make a fortune.
Every new change is a business opportunity.
Instead if, minute amount of it enters your body through your skin, body will develop immunity against it and you will get allergenic to that food.
Article : Why do Autumn babies have higher food allergies?
Answer as provided : due to the dry weather, they are exposed to more food particles than others.
Solution : Guess rub them more creams or whatever.
কেস তদন্ত চলছে। সামনে দ্রুত খুলার সম্ভাবনা কম।
যা কিছু খবর সেগুলো বন্ধ মারকাজের ব্যপারে খবর।
কষ্ট এখনো আরম্ভ হয় নি রে বাপ।
মৃত্যুর সময় অনেক কষ্ট।
হাশরের মাঠে যুগের পর যুগ পার করে ঠায় দাড়িয়ে থাকা -- অনেক কষ্ট।
অনেক কষ্ট। কিন্তু কষ্টটা আগে করে নাও।
তবে আগেই আল্লাহ তায়ালা রহম করবেন।
পরের কষ্ট থেকে বাচাবেন।
অনেক কষ্ট।
কষ্ট যতটা না বর্তমানের চিন্তা, তার থেকে ভবিষ্যতের অনিশ্চয়তা।
এই "ভবিষ্যতের অনিশ্চয়তা" হাশরেও বুকে নিয়ে দাড়িয়ে থাকতে হবে।
অনকে কষ্ট।
কিন্তু আনন্দ যে উনি আমাকে ভুলে যান নি।
তাই কষ্ট।
Jumped up. Then relaxed after noticing "The Onion" logo in the corner,
Every time I work with C.
সে হিসাবে গৃষ্মকাল পার হয়ে শীত কাল আরম্ভ হচ্ছে সামনের সপ্তাহে।
রাত লম্বা, দিন ছোট।
অন্য দিকে একজনের কথা : "<এত> সাল থেকে বড় হুজুর আমাদের মাদ্রাসায় পিটানি বন্ধ করে দিয়েছেন"
তাই <এত> সালের আগে যান। তখন দেশ ছিলো ভিন্ন রকম। এটা মাত্র ৫ বছর আগের কথা।
তখন প্রশ্ন করেন, "মাদ্রাসা স্টাইলের পিটানি কি ভালো?"
আলেমদের কাছে যান। বলবে "ভালো"।
মুফতির কাছে যান, বলবে "ভালো"।
মাদ্রাসার ফতোয়া বিভাগে যান, বলবে "ভালো।"
তবে সঠিকটা জানবেন কি করে?
নিজের অন্তর থেকে।
আলেমদের থেকে ইলম পাবেন।
আখলাক শিখতে হয় আখলাক ওয়ালাদের কাছ থেকে।
আখলাক ওয়ালা আলেম হতে পারে। আলেম নাও হতে পারে।
যে যেই ব্যপারে এক্সপার্ট।
আখলাক শেখার জন্য আমি আলেম খুজবো না।
প্রথম কথা হলো সে কিছুদিন পরে আফসোস করবে "বললাম কেন?" "বলা উচিৎ হয় নি" -- এর পর আপনাকে শত্রু মনে করবে।
দ্বিতীয় কথা হলো নিজেদের ব্যপারগুলো শুনা মাত্র আপনি তাদের "সার্কেলের" অংশ হয়ে যাবেন। এর পর তার থেকে দূরে সরে গেলে আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। যদিও আপনি মনে করবেন কিছুই করেন নি।
অন্য দিকে :
কেউ যদি আপনাকে পার্সোনাল কিছু বলে তবে সেগুলো ভুলে যান। তার সাথে শত্রুতা হলেও। কথাগুলো "আমানত" যার খিয়নত করে আল্লাহর সামনে দাড়ানোর সাহস আমার হবে না।
তাই এই সব ব্যপারে "আমি জানি" কেবল এই দুটো শব্দও যেন কখনো আপনার মুখ থেকে ভুলেও বের না হয়। নিজের বৌও যেন না জানে যে আপনি কিছু জানেন।
জীবন পথে চলা যেন রশির উপর হাটা। একটু ডান বা বাম -- পড়ে যেতে হয়।
আল্লাহ তায়ালা হিফাজত করুন।
বাপে এই ভাবে পিটানোকে "ভালো কাজ" "সোয়াবের কাজ" "দরকার আছে" "জান্নাতে যাইবো" মনে করে তাই শিক্ষক পিটায়।
তাই ছাত্রের পার্সোনেলিটিলেস গান্ডু বাপেরে দোষ দেবেন।
মাদ্রাসা শিক্ষককে না।
চলতিটা কিনেছিলাম ১২০+ টাকা দিয়ে, যেটা ১৮ মাস গেলো।
শিক্ষা : টাকা গাছে ধরে না :-)
নতুন লেপটপ কিনতে যাচ্ছি। ইনশাল্লাহ।
রিকোয়ারমেন্ট :
উপরের দুটোই কেবল।
এটা পেলাম রায়ানস এ সবচেয়ে সস্তা। আগেরটার অর্ধেক দামে।
https://www.ryanscomputers.com/detail/asus-vivobook-15-x512fl-10th-gen-intel-core-i5-10210u-160ghz-420ghz-4gb-ddr4-512gb-pcie-ssd-no-odd-nvidia-mx250-2gb-gddr5-graphics-156-inch-fhd-1920x1080-display-finger-print-sensor-backlit-keyboard-win-10-peacock-blue-notebook-ej723t
ওএস ফেলে দিয়ে লিনাক্স ইন্সটল করতে হবে প্রথমেই। এটা করা যাবে কিনা বুঝার উপায় নেই। তাই কিনে ট্রাই করে "যদি লাইগা যায়" ছাড়া অপশন নেই।
কারো আপত্তি থাকলে জানাতে পারেন।
Afghan-Taliban peace talk going on in Qatar.
Israel-UAE peace agreement signing ceremony going on in USA.
Watch on.
He lost his father a few months back in Covid, who also was his trainer and mentor.
এটা ফেয়ার রিভিউ না। গিফটেড আইটেম যেহেতু তাই রিভিউকারির একটা কৃতজ্ঞতা থাকবে। বইটা একেবারে খারাপ হলেও বলবে ভালো হয়েছে।
প্রকাশনিও জানে, তাই তারা রিভিউয়ের জন্য অনলাইনের পরিচিত রিভিউকারিদের কাছে পাঠায়। মার্কেটিংয়ের অংশ। এটা খারাপ বলছি না।
কেবল, আমি কাষ্টমার হিসাবে, আমার পার্সপেকটিভে, এটায় আমার উপকার নেই।
এর উপর প্লাস : প্রফেশনাল রিভিউকারিরা প্রথমে বই পড়ে রিভিউ লিখে। এর পর তাদের রিভিউ যখন জনপ্রীয় হয়ে যায়, তখন এত মার্কেটিং থেকে যোগাযোগ, এত বই, এত অফার যে তাদের পড়ার আগ্রহ থাকে না। চাইলেও পড়ার সময় নেই।
তাই শেষে না পড়ে স্কিম করে রিভিউ লিখে দেয়।
বই নিয়ে বলছি উদাহরন হিসাবে। ঘটে সব ব্যপারে, কেবল বই না।
এর কোনোটাই খারাপ না। কিন্তু জিনিসগুলো ফেসভেলুতে না নেই।
যাকে সবাই নিন্দা করে তার উপর কেমন সিমপেথি চলে আসে। ছোট বেলার রোগ যেটা সারা জীবন carry করে এখন এই বৃদ্ধ বয়সেও চলছে।
আগের পোষ্টগুলোর সংকলন নিচে।
দ্বিতিয় খবর নারায়নগঞ্জ মসজিদে আগুন লেগেছে সম্পূর্ন মসজিদ কমিটির দোষে। তদন্তের রিপোর্ট।
জালেম বা মজলুম হওয়া থেকে আল্লাহর কাছে রক্ষা চাই।
ক্ষমতার শেষ আছে।
মৃত্যুর পরে ক্ষমতার উপকার বন্ধ হয়ে যায়।
ক্ষমতার উপকার কয়েক দশক।
এর পর ক্ষমতা মৃত্যুকে দেরি করাতে পারে না।
তাই যা মৃত্যুর পরে কাজে লাগবে বলে বিশ্বাস করি তার উপর থাকি।
যত জনকে দন্ড আমি দিয়েছি -- তার পাশে বসে, তার রুমে, তার সাথে কথা বলতে বলতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় আরেক বিচারের জন্য।
কোন কিছু শেষ হয় না।
কিছু থেকে পালানো যায় না।
মজলুম মরে গেলেও আসলে মরে নি।
পরের স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে পূর্ন জিবিত হয়ে।
সে ১০ বছরের একটা দুর্বল বাচ্চা মেয়ে হলেও, যে নিজের ভালো মন্দ বুঝতো না।
মোটামুটি নিশ্চিৎ ছিলাম আন্দোলন ফেইল করবে। সরকারের জন্য এটা বিশাল ইশু যেহেতু। উল্টো হয়েছে।
কিন্তু বেশি খুশি না হই। জয়-পরাজয়ের পেন্ডুলাম দুই দিকে দুলতে থাকে। যেন পরাজয়ে কেউ বিষন্ন না হয়, বিজয়ে অতি আনন্দিত না হয়।
দেখতে থাকি এর পর কি।
ব্যক্তিগত ভাবে আমাদের এখানে করার কিছু নেই। কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট না এমন কেউ কিছু বললে বা করতে গেলে উল্টো রিএকশন হবে। আন্দোলনকারিরাও এটা চায় না যে অন্য কেউ আসুক।
তাই ফলো করি। আর কিছু না।
Time for 3rd party app stores, based outside USA.
জিনিসটা শেষ হয় নি। এখন কাউন্টার এটাক, বোর্ড না উল্টে যায়।
দেখতে থাকেন।
সময়।
মুসলিমদের মূলধারা সবসময় হকের উপর থাকে।
কারন মূলধারা যখন না-হকের উপর চলে আসে তখন আলাহ তায়ালা তাদের ধ্বংশ করে দেন।
এর পর বাকি যারা হকের উপর ছিলো তারা এখন নতুন মূলধারা।
এভাবে মূলধারা সবসময় হকের উপর।
কিন্ত তারা সবসময় এক জাতি না। এক গোত্র না।
যে জাতি যতদিন হকের উপর চলে।
উনি সেই ৮৬ সাল থেকে প্রিন্সিপ্যাল ছিলেন। এর মাঝে কয়েকবার মাদ্রাসায় গিয়েছি। চিনতাম না কারন ১৩ সালের আগে উনি পরিচিত কেউ ছিলেন না।
বিপরিত পক্ষ "এর বিচার চাই" দাবি তুলে শ্লোগান তুলেছে হাসপাতালে। কালকে জানাজা দাফনের পর বুঝা যাবে ঘটনা কোন দিকে যাচ্ছে।
মাদ্রাসার গেইট বন্ধ রাখার আর উপায় নেই। দুই পক্ষই এখন ঢুকতে পারবে।
সরকারি ভাবে মাদ্রাসা বন্ধ। খুলার সম্ভাবনা কমে আসছে।
সামনের কয়েকদিনে ঘটনা কোন দিকে যাবে কোনো ধারনা নেই।
সেই "ভবিষ্যৎ অজানা" সময়ের পয়েন্টে আবার।
বাংলাদেশ ভারত পাকিস্তানে শনিবার সফরের ১ তারিখ।
সৌদিতে আজকে শুক্রুবার ১ তারিখ ছিলো।
ইন্টারেস্টিংলি দৈনিক পত্রিকার মাথায় তারিখের জায়গায় হিজরি ১৩৯৯, ১৩৯৮ সাল দেখে এসেছি এক সময়।
এরকম শহিদ জিয়ার মৃত্যুর পরে গায়েবি জানাজার রেওয়াজ বেড়ে গিয়েছিলো। বিখ্যাত কেউ মারা গেলেই গায়েবি জানাজা।
উলামারা এর বিরোধিতা করার পর আল্লাহ তায়ালা বন্ধ করে দিয়েছেন।
এখন নতুন রেওয়াজ এর জায়গায় -- বহু জানাজা।
মৃতের লাশ নিয়ে যত হই হুল্লুড় মিছিল মিটিং বক্ততা সম্মান সভা কম করবো তার কষ্ট তত কম। কিন্তু বিখ্যাতরা নিজেদের উপর এই জুলুম থেকে বাচতে পারে না।
চুপচাপ দাফন। উনি উনার পরিনতিতে চলে গিয়েছেন। লাশ সামনে নিয়ে ভাষন, তোষনও না।
এখন এই নতুন টার্নে ফেসবুকে গত কয়েকদিনে জানলাম : কোন ইসলামি সেলিব্রিতি ইয়াবা ব্যবসায়ি। কোন পপুলার ফিগার রোহিংগাদের অনুদান নিয়ে বড়লোক। কে মাদ্রাসায় থাকা অবস্থায় ___ । বহু কিছু।
এত ইলম নিয়ে আমি কি করে কবরে যাবো সেটা হলো দ্বিতিয় প্রশ্ন।
এর উপর আমার নিজের গোমর কখন ফাস হয়ে যায় সেই চিন্তায় অস্থির।
প্লাস বৌয়ের ঘন ঘন হুমকি : "দেখো তোমার স্টেটাসের কমেন্টে গিয়ে কিন্তু আমি সবাইকে বলে দেবো 'আপনারা কেউ উনার কথা শুনবেন না কারন সে ....'" এর পর আমার দোষের ফিরিস্তি। :V
Feeling like : ফেসবুক জনপদ বিপদজনক হয়ে উঠছে।
১ম দিন : যারা শফি সাহেবের পক্ষে আছে তাদের মার্ক করুন।
২য় দিন : যারা নিউট্রাল তাদের মার্ক করুন। এরা এখন পল্টি দেবে।
৩য় দিন : বরং যারা শফি সাহেবের বিপক্ষে ছিলো তাদের এখন মার্ক করুন।
শিক্ষা : এর পরও সাইডলাইনে থাকি। মাঝের দাগের উপর। যদিও তারা বলবে "মুদাবদাবিনা বাইনা দালিকা"। বলবে, "এই দিকেও না ঐ দিকেও না। রাসুলুল্লাহ ﷺ এর যুগের মুনাফিকদের মতো। যুদ্ধের সময় নিউট্রাল। যুদ্ধ শেষে যে জিতবে আমি তার সাথে আছি।"
"কেন?" কারন ব্যসিক্যলি আমি হাদিস পড়ে বুঝেছি এটাই করতে বলা হয়েছে।
"তবে মুনাফিক হয়ে যাবো না?"
দ্বন্ধটা যখন মুসলিম আর কাফেরদের মাঝে তখন হবেন।
যখন মুসলিমদের দুই দলের মাঝে দ্বন্ধ তখন সোয়াব পাবেন, যেহেতু কোনো পক্ষেই ছিলেন না।
আয়াতগুলো ছিলো কাফেরদের জন্য। কাফেরদের জন্য আয়াত মুসলিমদের উপর প্রয়োগ করা খা**দের পুরানো অভ্যাস।
তাদের গলাবাজিতে পথভ্রষ্ট না হই।
Where MbS wants to normalize, and his father sternly opposes it.
And I was wondering why KSA was taking so long. Well here's the explanation.
So watch on. Time's short.
বারবার বলেছি এই কথা আগেও, কিন্তু শেষে সেদিকেই ফিরে যাই কিছু দিন পরে।
মাঝে কমার্শিয়াল কিছু পোষ্ট দিয়ে মনে করেছিলাম এরকম পোষ্টই দেবো। দেখলাম এগুলো কমার্শিয়াল স্পেমারদের টেনে আনে কমেন্টে। যার যার বিজনেস এড দেবার জন্য। এই পথও কন্টকযুক্ত। মানে মডারেশনের নামে প্রচুর সময় নষ্ট আর ইমোশানাল ড্রামা দেখার ইচ্ছা না থাকলে এই পথে গিয়ে লাভ নেই।
Wondering. ফেসবুক করছিলাম কিসের জন্য যেন?
কভিডের সময় পূর্ন বন্ধ ছিলো প্রায় সারা বছর ধরে।
কিন্তু দাম লাফ দিয়ে বেশি।
গত অক্টোবরের অর্ডারের দাম আর বর্তমান ২৫০% বেশি দামের পিক।
হয়তো এটা এক আইটেমেই। আরো দেখতে হবে।
গত বছরের দাম। আগের অর্ডার লিষ্ট থেকে।
এই বছর।
Figured out I can get a Nvidia/Cuda graphics card by using an external graphics card that connects with the laptop on USB-C connector.
Then found to make it work I have to buy a regular PCI graphics card for desktop, and then buy an enclosure that has a PCI slot, and put the card in. That enclosure works as an adapter between the two.
The price : the empty enclosure is priced 35k bdt. The card? Another 45k I guess. :V
I can get a real desktop built for 35k and then stick the card there instead.
Looking for next plan.
TIL : Christoper Nolan figured out it's cheaper to blow up a real 747 for his latest movie Tenet, than to hire programmers to do it virtually.
He even ran the numbers and figured out building miniature models and then blowing those up, like how it was done in pre-CGI days, will still be more expensive than destroying the real plane.
And I was watching the trailer on youtube the other day and saying "Wao! CGI has gotten so real life!" not realizing it was the real thing :V
News link in comment.
সারা জীবন পিতার খিদমতে থাকা ছেলে যখন হটাৎ একদিন ঘর পালিয়ে চলে গেলো তার দুই মাস পর পিতার মৃত্যু।
বনাম,
জীবন ভর পালিয়ে থাকা ছেলে যখন পিতার কাছে ফিরে এসে খিদমত আরম্ভ করলো তার দুই মাস পর পিতার মৃত্যু।
কদর,
কার কি পরিনতি সেটা জন্মের আগেই লিখা আছে। কদর আমাদেরকে আমাদের পরিনতির দিকে টেনে নিয়ে যায়। আমাদের কাজ না।
হাটহাজারি মাদ্রাসা এখন শুরা দিয়ে চলবে। একক কোনো হেড নেই। এবং শুরা সদস্য : ৩ জন।
এই "৩" সংখ্যাটা এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে।
৯০ এর দিকে তবলিগের এনামুল হাসান সাহেব মারা যান। দিল্লির নিজামুদ্দিনের শুরায় রাখা হয় ৩ জন। আমার মতো সবার প্রশ্ন ছিলো "মাত্র ৩ জন কেন? কমপক্ষে ৮-১০ জন হওয়া উচিৎ। শুরা বলে কথা।"
কিন্তু বাস্তবতা হলো, ৩ জনে মিলে স্বিদ্ধান্ত নিতে পারে। ১০ জনে মিলে বসে পারে না।
কাকরাইলে ছিলো ১০ জন। ভাগ হয়ে যায় ৫ জন করে প্রতি সাইডে।
৩ জনে ভাগা ভাগির স্কোপ নেই। ২ জন দ্বিমত করলে ৩য় জন যে দিকে।
আবার এক জনের ডোমিনেট করার স্কোপ নেই। ১ নেতা বা ১০ জনের শুরা হলে যেটা হয়। এর মাঝে একজন হয়ে যায় শুরার নেতা।
যাই হোক ভালো জিনিস বেশি দিন থাকে না।
- হয় আরো সদস্য ঢুকানো হবে, কারন "অন্যদেরও সম্মানিত করা দরকার"।
দেখতে থাকি।
দ্বিন যা শিখেছি সব শিখেছি তাদের থেকে। তাই একটা মায়া আছে। অন্তরের গভির থেকে একটা টান আছে। একটা সম্মান শ্রদ্ধা আছে উনাদের সবার উপর।
সে না করে যদি নিজে নিজে দ্বিন বুঝতে যেতাম তবে নিশ্চিৎ প্রতি বছর আমি বলতাম "গত বছর আমি ভুল বুঝেছিলাম যেহেতু সেটা জানা ছিলো না, বা সেটা ভুল বুঝেছিলাম -- আসলে সঠিক এটা।" পরের বছর আবার নতুন কিছু সঠিক।
বা worst case এ আল্লাহ না করুক, নিজেই নতুন কোনো "ফিরকা" খুলে বসতাম। এখন যেমন অহরহ ঘটছে।
আমার নিজের পথভ্রষ্টতার সম্ভাবনা শেষ হয়ে যায় নি। কিন্তু আল্লাহ তায়ালা যাদের ব্যখ্যা দিয়ে এতদিন আমাকে দ্বিন বুঝিয়েছেন।
Age of the dead. Median is 40. i.e. Half the dead are bellow that age, half of them above.
7
12
17
18
18
21
21
27
30
30
30
34
34
34
35
38
40
40
40
43
45
45
48
50
50
50
51
55
55
55
60
72
72
Quote : "If there are two cases, then this starts to look like a dangerous pattern,” said Mark Slifka, a vaccine expert at Oregon Health and Science University. “If a third case of neurological disease pops up in the vaccine group, then this vaccine may be done."
https://www.nytimes.com/2020/09/19/health/astrazeneca-vaccine-safety-blueprints.html
Microsoft's XBox series X: $500.
Sony's PS 5 : $500.
That's the standard price. Both have two cheaper versions.
XBox series S : $300. Doesn't have the blue ray drive. Processing power is also cut down.
PS5 digital edition : $400. Exactly same as the pricey version, minus the blue ray drive.
You don't need the blue ray drive if you always download games from the net. All versions have large harddisk for storage. Blue ray was for buying games from the market in CD/DVD/BlueRay, old styled and then playing.
Now a days even if you buy a game from the market, you still have to download it over the net a second time to install its updates, download size of which is comparable with the original.
The only console I bought was Nintendo Wii.
For price in BDT, multiply above figures with 100/=.
আমার এখনো উত্তর যে : যে যেদিকে আছেন সে দিকেই থাকেন। যে আলেমদের অনুসরন করছেন তাদেরই অনুসরন করেন। কোনোটা খারাপ না।
নিজের মাজহাবই অনুসরন করেন, কিন্তু আপনার মাজহাব-মানহাজ-আলেম যে অন্যদের বাতেল গোমরাহ বলেন এটা বাদ দিয়ে।
সব কিছু দরকার আছে। তবলিগ, সিয়াসি, মুজাহিদ, জাকেরিন, তরিকত, মুহাদ্দিস, ওয়ায়েজ। যেমন সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ি সবার দরকার আছে।
মন্দ হলো অন্যদেরকে আক্রমন করা কারন তারা "আমার কাজে আমার সাথে শরিক হয় না"।
অন্য মুসলিমদের আক্রমন করা থেকে বেচে থাকতে হবে। যদিও এটা ইনেভিট্যবলি কিছু হলে চলে আসবে। ঠেকাতে পারবেন না।
টুইটারে দেখছিলাম একজন আলেমকে জিজ্ঞাসা করছে : আকিদা কোনটা অনুসরন করবো? বললো আমাদের ঠিক আগের জেনারেশনের আলেমরা এটা নিয়ে বহু ফাইট করেছে কারন তাদের সুযোগ ছিলো। এখন মানুষ দলে দলে নাস্তিক হচ্ছে। এগুলো নিয়ে ফাইট করা নির্থক।
ফেসবুকে আমাদের বাংগালিদের মাঝেও এখন এটিচিউড দেখছি তাই। তাই নিজেদের অন্তরের দিকে প্রশ্ন : এতদিন যে ইমান-কুফরের নামে এত ফাইট করলাম -- শেষে পরিনতি কি হলো?
আলেমদের ফাইট ঠিক আছে। আলেমরা করুক।
আমরা সেগুলো ইগনোর করে বাকিটা অনুসরন করি।
সব রাস্তাই ঠিক। সবগুলো দরকার আছে। নিজেদের মাঝে ফাইট লাগলে এটা ইগনোর করে যাই।
আর যাদের ৯০% কাজই দেখবেন সারাদিন অন্য মুসলিমদের আক্রমন করছে কারন নয়তো "দ্বিন শেষ হয়ে গেলো" -- তাদের ক্ষেত্রে বুঝি যে তারা নিজেরা গোমরাহির মাঝে আছে। সে থেকে অস্থিরতা। সেই অস্থিরতার বহিঃপ্রকাশ বাকি সকলদের আক্রমন।
কুফর আর ঈমানের মাঝে বিশাল পার্থক্য আছে।
https://www.facebook.com/msachctg/posts/10223680270584742
এর উপর যখন পড়ি হাশরের ময়দানে একটা পতাকা উঠবে বায়াত ভঙ্গকারিদের জন্য তখন অসহায় বোধ করি। খৃষ্টান, ইহুদি, মূর্তি পুজারিদের প্রত্যেকের আলাদা পতাকা, মাঝে আরেকটা পতাকা বায়াত ভঙ্গকারিদের।
নিজেকে নিয়ে চিন্তা। আরেকজনের জন্য চিন্তা নেই। অন্যের বিচার যদি দুনিয়াতে করি তবে সেটা করি নিজের শিক্ষা নেবার জন্য।
জীবনের পরিক্ষা অনেক কঠিন। আল্লাহ যাকে পার করেছেন তার জন্য ছাড়া।
Punching bags don't come filled up like in pictures. Rather it's empty sack, folded synthetic skin bag. Will be delivered to you like that. And you need to fill it up with ...
Here's the point. With what? And how? The video bellow describes how to do that.
I haven't got mine yet. But you can order one from Daraz. Priced 2k BDT to something around 5k.
In short : put a foot of rag, then 4 kilos of sand pack. And then layer on like this. Sands should be packed in smaller plastic bag. Not just poured in.
Enjoy. Shall update if I happen to get mine, inshaAllah.
কিন্তু যে মুহুর্তে কেউ আপনাকে "কাফের" ফতোয়া দিয়ে দেবে তখন আর ঐক্যমতের পথ নেই।
সামনের সময়ে দুটো দল আপনার উপর ঝাপিয়ে পড়বে।
১। কাফের।
২। মুসলিম যারা বলে আপনি কাফের।
এটা মাথায় রেখে চলি।
তাই খেয়াল রেখেন কে চার দিকে কত বেশি মানুষকে কাফের ফতোয়া দিচ্ছে। কারা আপনাকে কাফের ফতোয়া দিচ্ছে।
Repost.
Helpful for Fajar prayers in the mosque.
Plus, as these are basically holders, you can use any bulb. And once the bulb gets fused, can change the bulb by buying one from the street side shop, and the system will work just fine with the new one.
I have one such system installed at our home. But it works a bit differently, more complex solution. People that ask me how I do it, here's the more simpler one.
চিন্তা করলাম শেষে "গাজা" দিয়ে নিজের টাইমলাইনে সার্চ দিয়ে দেখি কোনো পোষ্ট আছে কিনা। এটা নিশ্চই খালি আসবে?
পেলাম। :V
কত মানুষকে খোচা দিয়ে কত কিছু যে পোষ্ট করেছি। এত মানুষ আমার উপর ক্ষেপা কেন এখন বুঝি :-P
এখন আবার সৎ সঙ্গ খুজছি। নয়তো একা থাকা।
ইমাম সালাম ফিরালো, কিন্তু এটা শেষ সালাম না, নামাজে ভুল করেছে কোথাও সে জন্য "সহু সিজদার" সালাম। এর পর পরই উনি সিজদায় যাবেন।
আমি পেছনে বসে অপেক্ষা করছিলাম ইমাম শেষ সালাম ফিরালে নিজে সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবো।
এখন অপ্রত্যাশিত সহু সিজদার সালামের সময় আমি কি করবো? ফিরাবো?
উত্তর : সালাম ফিরাবো না। যেহেতু আমার নামাজ বাকি আছে। সালাম না ফিরালেও ইমামের সাথে সহু সিজদা দেবো ঠিক মতো।
মাসলা নিচে।
Price : $700.
Cuda cores : 9000.
RAM : 10GB.
Watt : 300.
But you need a supply like 3 times that wattage for it to work properly. i.e. Fulfill power requirement spikes. 900 watts.
Compare it with a 1 ton AC. 1000 watt.
I still think GTX 1080 has the best bang for the buck.
দেখলাম আগেই লিখেছিলাম এর উপর। Repost.
Now comfortable with block building method.
Following Heise's method.
Block building + commutators for last corners.
Pros :
(+) No algo. Zero.
(+) Least number to turns.
Steps :
1. Build 4 blocks of size 2x2x1. Ending into F2L-1
2. Five edges.
3. Five corners.
Turns :
2 blocks : 8 turns.
3 blocks : 8 turns.
4 blocks : 8 turns.
5 edges : 8 turns.
5 corners : 20 turns.
Average : 52 turns.
Compare with CFOP : 70 turns + 17 algorithm to memorize. 4LLL.
My kid, the same. Just sleeping instead of hanging.
Nachos?
Chilling stressfully. And I thought I do it alone.
Creepy.
Funny.
Don't know what's happening to the world. :-D
But these are all doom and gloom news.
Need some cheering up news. Searching. :V
Looks like game developers are putting AMD's level 3 processors on par with Intel's level 7.
AMD is making a comeback in other areas too. All the new XBox and PS cosoles use AMD processors.
Not complaining. Intel is evil, and had been evil since it shipped 80486 co-processors.
Note : before you attack a scholar ask him what his position is and then accept that on its face value. And not cast him in a frame that suites your need on want you want to see him as.
We are looking too much for enemies within. So much ado, about almost nothing.
Congratulations! You now are the new Mujaddid of our time. :V
No wonder how many followers I find on this road.
Smart watches in the 80s. Had a calculator only.
In app purchase. :V You needed to push in coins to continue in arcade games.
Thanks God. No record of our stupidity.
And we literally thought 2020 will be the era of flying cars and robots. Not a single one on sight.
There was no "rerun" either. Re-runs came after 90s.
And remember back then we forbid other expatriates from visiting BD? But they visited regardless? Everyone is now stuck at their home. Can't get back.
ইমাম শেষ বৈঠকে সালাম ফিরানোর সময় আমিও সালাম ফিরিয়ে ফেললাম।
এর পর মনে হলো আমার ১ রাকাত বাকি।
কি করবো? নতুন করে নামাজ?
না। দুই দিকে সালাম ফিরালেও নামাজ ভাঙ্গে না। নামাজ ভাঙ্গবে যদি আমি আমার বুক পশ্চিম দিক থেকে ঘুরিয়ে নেই, বা পাশের জনের সাথে কথা আরম্ভ করি।
এগুলো না করে থাকলে : দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেললেও যখন মনে পড়বে নামাজ বাকি, তখন ঐ নামাজহীন বসা অবস্থা থেকে দাড়িয়ে ১ রাকাত পড়ে নেবো। এবং নিজের ঐ শেষ রাকাতে সহু সিজদা দেবো।
নতুন করে আবার সেই নামাজ পড়ার দরকার নেই।
Interestingly the same day they have let the first batch of 250 people from BD in. That was a first since start of the lockdown.
(+) Single shot vaccine.
I would count more on one of these not-much-media-frenzy vaccines to make it to the end line, than the famous ones we are counting on.
Note : Testing on 60k doesn't mean it's ready. By the end of it we might not get any usable vaccine even in a decade. No coronavirus yet has a vaccine.
The news bellow most likely will be Sudan. Signing peace deal w/ Israel tomorrow or the day after.
Link in comment. Watch calmly.
US :
Another "not guilty" verdict and another wave of riots. This time in Kentucky. It's on East coast.
Thailand :
This one was surprising to me. As I believed Thais where so much on unity with their king. "The King and I".
All these are no news. Asteroids that are large as to cause a damage, fly by at least 10 times the distance of moon.
Those that make it nearby are so small that will burn up in the atmosphere before a land strike.
This is common, and it had been like this for centuries.
India. Billionaire dad sends his US-MBA son, soon to pickup his business, to an unknown part in India, with an unknown language to survive there working on odd jobs so that he learns life and its struggle.
There was an emergency fund and emergency cell phone, but he was instructed not to use those.
He survived, working on 3-4 jobs, one after the other. Took 5 days to find the first. Being rejected from 60 other jobs.
btw, surviving while alone is pretty plausible. But it's harder when you have a family and parents to take care. It's more than your own survival for most part of your life.
But these lone survival classes will prepare you for the future heavy lifting.
https://timesofindia.indiatimes.com/city/kochi/Billionaire-dad-sends-son-to-Kerala-to-work-as-aam-aadmi/articleshow/53327403.cms
Chelsea vs Snowden.
Both might look the same but aren't. Chelsea was put in a trusted position and betrayed for only betrayal's sake.
Snowden's struggle came after he couldn't accept what he was exposed to. Too large a thing to keep quiet on.
Personally I am a believer in keeping other's secrets secret. Don't like it? Move back. Leave. Don't betray.
Meanwhile Americans are loading up with guns as if some zombie apocalypses is imminent.
Election just 1 month from now. The Atlantic's analysis bellow.
https://www.theatlantic.com/magazine/archive/2020/11/w/616424/
- দেশে চাকরি নেই তাই : জায়েজ।
নতুন কিছু নেই। "মাকরুহ" কথাটা লক্ষ্যনীয় এবং কি কেইসে।
বিস্তারিত এখানে :
https://ahnaafbd.wordpress.com/%E0%A6%85%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C/
কমেন্টে আলোচনায় আগ্রহী না। জাজাকাল্লাহ।
Anyway, she's now back to school -- Good.
When schools are closed for covid -- Bad.
Interestingly when everything around were natural in the 60s to 80s, those pretty buildings were eye catching. Now that everything around us are the same shiny, same reflectively smooth and artificial -- natural things look so much prettier.
Reason why people buy ripped jeans, decorate buildings with stone looking tiles, and give plastic tables a log tree look.
We don't appreciate things that we have abundantly. We appreciate things that are in short supply.
১
অন্তরে যা কুফর ফাসেকি বা খারাপ চিন্তা করি সেটা নিয়ে আল্লাহ তায়ালা আমাকে ধরবেন না। কিন্তু এর যা কিছু মুখে প্রকাশ করি বা কাজে দেখাই সেগুলোর জন্য ধরবেন।
২
কেউ আমাকে কিছু দিলো আমি না চাইতেই। এটা নিতে সমস্যা নেই। এগুলোকে ধরে নিতে হয় আল্লাহর তরফ থেকে আমাকে দান। গায়বি ভাবে না দিয়ে কোনো বান্দার হাত দিয়ে দিচ্ছেন যেন ঐ বান্দা সোয়াব পায়।
৩
এক জন কাজ না করে ভিক্ষা করছে। তার গুনাহ হবে। তাকে দান করা দ্বারা আমার গুনাহ হবে না।
"আল্লাহ চাহেন তো ‘অতি বিপ্লবী’ হওয়াটা না হয় আমার কাছেই মওজুদ থাক। সকলের কাছে দোয়ার দরখাস্ত পেশ করছি। আমিন।"
কিন্তু কিন্তু কিন্তু আমি তো মনে করেছিলাম উনি নাস***?
Whatever! হয়তো আস্তিকতায় ফিরে আসছেন, বা উনাকে যত বেশি না**** মনে করেছিলাম উনি আসলে ততটা না।
তাই শিক্ষা হলো : একটা দাগ টানি। কড়া দাগ। যার একদিন আওয়ামি। আর অন্য দিকে -- well যারাই হোক [blink] তাদের কেউ নাস্তিক-হিন্দু হলেও উনি আসলে আস্তিক।
প্রমান চান? উপরের প্রথম লাইন। [smiley]
তোমরা যারা বলো আমি আলা-বারা মানি না। মানি কিন্তু দাগটা টানি উপরে যে দাগের কথা বললাম সেখানে। আমি যে ভুল ছিলাম না তার আরেকটা প্রমান। [second smiley]
The best thing to do is ignore his those speeches that you despise, and listen only to those that you find beneficial.
Or ignore him altogether. No shortage of scholars, can I say. Thank you.
এই সময়টা আমি ভালো ভালো দ্বিনি কথা বলে নিজেকে ব্যস্ত রাখতে পারি। কিন্তু pretty sure এই ফিতনায় আমি নিজেও sucked up হয়ে যাবো। যদিও বহুবার বলবো "এই দ্বন্ধের উপর আর পোষ্ট দেবো না"।
পলাতে হলে ফেসবুক থেকে নিজেকে withdraw করতে হবে। এটা কতটুকু করতে পারবো সন্দেহ আছে।
Note that drones can't fly more than 10 minutes without needing a recharge. It's not that it will hover around all day. Recharging will take at least 30 minutes.
No numbers from them yet. Looks impressing regardless.
শেষে ব্লক না করে জমিয়ে চালাতে থাকলে আরো করা যেতো। কিন্তু লাভ কি? শেষে মুসলিম ভাইদের সাথে শত্রুতা।
তর্ক না করে ব্লক করে দিলেও শত্রুতা, কিন্তু সেটা একতরফা। মানে তার দিক থেকে আমার দিকে। আমি এখানে মুক্ত। "দায় নেই"। নিজের জাষ্টিফিকেশন।
অনেক কিছু দিয়ে নিজেকে অনেক কিছু বোধ দেয়া যায়। শেষে হাশরের দিন কোনটায় ধরা খাবো আর কোনটায় মাফ এখনই বুঝার উপায় নেই।
যত নিজেকে বাচিয়ে চলা যায়।
Article : "Planet discovered in another galaxy."
Here's how. They found an extremely powerful x-ray source. Which is sparse in that galaxy. Figured out that should be a binary star where one of the stars is a black hole sucking up gas from the other star.
Now this x-ray source passed through a eclipse in 2012. Explanation of which is that it has a planet revolving around it.
https://www.discovermagazine.com/the-sciences/first-evidence-of-a-planet-in-another-galaxy
Interestingly the first planets we discovered outside our solar system were discovered following this eclipse watching method. Recently I was reading about a possible way of taking direct pictures of an extra-solar planet by putting a camera 300 AU far from the sun and then using sun's gravity for lensing.
And in the 80s when Carl Sagan was describing his possibility of every star having multiple planets like us but none discovered yet -- I thought discovering any extra-solar planet was impossible forever. How would they detect a planet orbiting a star that's where the star is just a point without dimensions in our view.
Tech has advanced so far after that.
Video card slot history :
Since 90s.
First it was : ISA card.
Then : EISA.
Then : AGP.
Then : PCI.
PCI hasn't changed since. Still the same 20 years later.
- The last star will burn out. Only atoms.
Long video. I thought 30 billion years was the life span of the Universe. But when you count the blackhole era, it's far far longer, as in putting "trillion" 8 times over. But ultimately there's an end. Unless human can escape the Universe.
কিন্তু এটা হয়তো Indian product খারাপ কোয়ালিটির। বা এর সাথে Installation চার্জ আছে। বা আরো হিডেন কষ্ট।
এক সময় ১ টনিগুলো ছিলো ৭০ থেকে ৮০ হাজার করে।
Kick : Instead of making a high flying kick turning your body as in the movies, rather stand tall and kick forward with your sole. That will have much more energy than the other styles.
Punch : Instead of punching with your knuckle as boxers do, punch from your palm near your wrist. Will be less painful for you and harder on the opponent.
Armenia and Azerbaijan are at military border clash. Blowing one other's tanks up.
Amid of it Armenia has declared martial law and mobilized all its forces.
Keep watching.
উনি, আর উনি যাদের ফাসি চেয়েছিলেন -- সবাই এখন এক রুমে। এরকমই থাকবে সে দিন পর্যন্ত যে দিন দ্বিতীয় আরেকবার বিচার হবে।
Expecting this water to drain down towards the ocean passing over BD.
Therefore a 3rd flood for this year is coming in a week, me thinks.
Link in comment.
You probably wouldn't need any of these. But knowing these can be done helps in other cases.
বহু ভাগরে ভাই বহু ভাগ।
"সালাফি" শব্দটা এখন কোনো পোষ্টে উল্লেখ থাকলেই তারা ঘিরে ধরে। এর পর বুঝার চেষ্টা করে লিখক কোন পক্ষে।
কোনো পক্ষে না থাকলেও পাপি -- "আমরা সত্য দল আপনি কেন আমাদের পক্ষে লিখবেন না?"
তাই এখানে হালকা মেজাজে কিছু বলার সুযোগ নেই। আউটসাইডার হয়ে কোনো কমেন্ট করার সুযোগ নেই।
এখন বুঝি নিরিহ পোষ্টেও কেন তারা "বিকৃতি" খুজে পেতো। ষড়যন্ত্র দেখতো।
আগে বুঝতাম না।
Rise of "Wokeism" in USA
https://www.tabletmag.com/sections/news/articles/woke-religion-america
BBC questions : are we living on the "hinge" of history?
https://www.bbc.com/future/article/20200923-the-hinge-of-history-long-termism-and-existential-risk
"hinge" used as in turning point. Defining point for the next thousand years.
Uses water as coolant.
A 12V water pump as compressor.
A heat sink as condenser.
Also physics : ACs don't cool magically. It always works like a heat pump that picks up head from one place and throws that out into another.
Any system that doesn't have a clear isolated place where the heat will be thrown out is fake.
$750 (without any thousand or million) on 2016, the year he became president. And zero on other 10 years.
So his Russia connection doesn't make him any money. Now proven. :V
Report : Avatar 2 and 3 filming finished.
Wondering whether any of those will be 3D. Avatar kicked off the 3D genre some ten years back and at one time it seemed that it will take over the world.
But that lost steam a few years later. All those expensive 3D TVs that people bought? Wondering what they are doing with it.
1
I really dislike Trump's tax return leakage.
He has his own privacy. Everyone has things they want to keep secret. And if my own secrets start to get exposed, I would get into a worse position.
So time for defending. :-)
2
Most businesses don't make profit. Neither do Trump's one. Even Amazon the most valuable company didn't make profit until it started its AWS cloud service, which finally became the only section that makes a profit.
No profit means no income taxes.
3
Even though large corps don't pay income tax, there's billions in other taxes that they pay. So it's not like they don't pay any taxes.
4
And as Trump said in last election, not paying taxes makes him "smarter". And he is willing to use his smartness "for the people now, and not against them", his words :-)
Another extra 1TB SSD can be connected inside. Or use external USB HDD.
For comparison : Buying only a graphics card for your PC will cost you double the price of this full Xbox with its SSD :-)
১
বললো, "আর দুই হাজার টাকা বেশি দামেরটা কিনলে আপনি এর সাথে একটা __ ফ্রি পেতেন।"
ট্রেপ!
সেই দুই হাজার টাকা বেশিতে যাবেন না। যেটা পছন্দ করেছেন সেটাতেই থাকুন। লস দিয়ে হলেও। বিক্রেতা কখনো আপনার পক্ষে না।
২
"কেনার সময় লটারিতে আপনি সর্বোচ্চ ২০ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।"
জিজ্ঞাসা করেন "সর্বনিম্ন কত টাকা পাবো?", সর্বনিম্ন যা বলে তত টাকা ডিসকাউন্ট আপনি পাবেন এর বেশি না। সর্বোচ্চটা শুনতে যাবেন না।
৩
এড, "মাত্র ২০ লক্ষ টাকায় ফ্লাট!"
ফোন করার পরে বলে : ২০ লক্ষ টাকারটা আমাদের এখন নেই তবে ৩০ লক্ষ টাকায় আছে কিছু ভালো ও বড়।
আপনার কন্টাক্ট নেবার জন্য মিথ্যা এড দিয়েছিলো। লাইন কেটে দিন। তাদের সাথে ব্যবসায় যাবেন না।
৪
বললো, "দুই দিন পরে আমাদের অফারটা শেষ হয়ে যাবে। এখন কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট।"
আরো ভালো মতো দেখে দুই দিন পার করে তারপর কিনুন। এগুলো ইমপালস বাইয়িংয়ের জন্য বলে। এখনই যেন কিনেন। কিনবেন না। সময় নেন। দুই দিন পরে তাদের নতুন অফার থাকবে আরো বেশি ডিসকউন্টে।
All armored war machines popular since WW2 are blowing up under drone attack.
Even fighters aren't as much effective as drones. Fighters can zoom pass overhead, but precision strike is harder for them.
Drones are cheap, can be readily made using Chinese parts, too small to be detected by radars and can be sent in droves.
Don't let your shortfalls, be those physical, economical or social -- depress you as to not give your 100% behind your work.
Be happy, keep working.
Frequency : there's a mass extinction event every 25 million years. So how far are we from the next one? Rather far. There hasn't been any in last 66 million years. Implying we missed the one in between at around 25m years back. And also has possibly evaded the one we ought to face with in 2m years back. That's two misses on a row.
But not all mass extinctions are equal. Some are far larger than the others.
Earth formed land some 5000m years back. But was't really livable. Had been livable after half it's current lifespan. 2500m years ago when it got oxygen.
Since then it passed through 5 major extinction events. The second one was due to too much plants on the land. That was some 400m years ago, and that was when earth first got trees. There weren't trees before that.
https://phys.org/news/2019-04-earth-major-mass-extinctions.html
Work from home. Half time or full time. 5 vacancies.
Don't know much on them, should contact the job poster.
https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=922552
Anyone that thought "dogfight was so 80s", should take note. Fighter superiority in dogfight was a big thing then.
Wondering, where is Tom Cruise when we need him?
Reportedly the F-16 was Turkish and Su-25 Armenian.
এর পর জিতলাম না হারলাম, সত্য খুজে পেলাম, নাকি হক গ্রহন করলাম -- এগুলোর আর কোনো প্রশ্ন নেই।
তার সাথে আমি ফেসবুক আলোচনায় লিপ্ত হয়েছি এবং তার পর পর তিনটা কমেন্টের উত্তর দিয়েছি এটাই আমার পরাজয়ের দলিল।
এর পরে তৌবা করা ছাড়া মুক্তি নেই।
তাই নিজেকে নিজে ধিক্কার।
Well, we call it simply "drone attack."
And if you are hellbent on calling it "suicide", can we also call a missile attack a "suicide missile attack"? Of course the missile is getting destructed after the attack. Ain't it? :V
Now it's MIT pursuing the dream based on newer discoveries on superconductivity at higher temperature.
Hope they are successful one time. Though most likely it won't happen in my lifetime. :V
Anti gravity and fusion energy -- these were the dreams of the 80s we thought will be fulfilled by 2020. Didn't happen.
https://www.nytimes.com/2020/09/29/climate/nuclear-fusion-reactor.html
Good read in short. Answers the real questions you would be asking.
https://phys.org/news/2020-09-validating-physics-mit-designed-fusion.html
Watched the last election's one.
Reagan's dementia started at age : 83.
Right now both candidates are oldest in US history.
I would draw a line at 80 when someone is too old to rule by himself.
News : "Hercule Poirot turns 100"
https://www.economist.com/books-and-arts/2020/09/26/hercule-poirot-turns-100
As in the first Poirot novel was published exactly 100 years ago. Used to read a lot of Poirot novels when I was in school. But can't recall anymore the story lines of most. Looking at her book list can remember reading the titles "Murder on the links" "The Big Four" "Death in the clouds". Still remember the last one's story line.
"Murder on the Orient Express" was repeatedly broadcast on BTV in the 80s. Though never watched.
Exact cover page of the book that I read from.
I said : Good. Painlessly? Wanna do that too. Am learning Arabic.
Clicked. Read. Basically : "Watch Netflix on your foreign language."
Well did that. Been there. Powerful tool and if you can continue for a year it should do it.
But I couldn't. Subscribed for 2 months. Then cancelled. It's too much LG+ promoting. As like dropping a LG character where even the story line doesn't need that. News reports : they set condition for producers to have such characters in show before being accepted.
Didn't want to promote that with my money.
Wish to write a review on how that two months of Arabic learning went later someday. InshaAllah.
1 month for the shit storm to start.
Remembering Bush vs Al Gore in 2000.
এবং গেল আমাদের এত বছরের শিক্ষা-সাধনা।
আলা বারা।
সেখান থেকে মিল্লাতে ইব্রাহিম।
এর পর মডারেট মুসলিম।
আমেরিকান মুসলিম।
ওরিয়েন্টালিষ্ট।
সেটাও যখন আর হালে পানি পায় না তখন "ওকালটিস্ট" না কি যেন একটা নতুন নাম দেখলাম।
আর আমি হাসতে হাসতে শেষ। :V
দিনের শেষে, মানে ২০ বছর শেষে এই সব "মডার্ন আলা বারা শিক্ষার" এই অবস্থা। মোটামুটি ৪০ বছর আগে যে নতুন আলা বারার শিক্ষা আরম্ভ হয়েছিলো, ৪০ বছর শেষ হবার আগেই সেই শিক্ষা শেষ। দুনিয়ায় "মডার্ন ইসলামের" যে জায়গা নেই আরেকবার প্রমান।
দ্বিন তার গোড়ায় ফিরে আসে বার বার।
আমি আবার "ইনভলভড" হয়ে যাচ্ছি। ইনভলভড হবার মাঝে কেবল ক্ষতি। কোনো লাভ নেই।
বাতেল নিজে নিজে পড়ে যায়। বিরোধিতা করা লাগে না। আর যতটুকু বিরোধিতা দরকার সেটা আলেমরা করছেন। আমাদের সবার ইনভলভড হবার দরকার নেই।
দরকার নিজে হক বুঝা আর সেটার উপর টিকে থাকে।
আর হক যে কেউ নরম-গরম যে ভাষাতেই আমাকে বুঝাতে আসুক, সে হকের নামে আসলে বাতেল বুঝাতে আসছে। সেখানে হক নেই।
হক বেশি বুঝাতে হয় না। বেশি ব্যখ্যা লাগে না। মানুষ অন্তর দিয়ে নিজেই বুঝে।
বাতেল বুঝাতে বহু যুক্তি-তর্ক-পোষ্ট লাগে।