Post# 1599899262

12-Sep-2020 2:27 pm



তবলিগের প্রথম দিকে। একজন এসে বলছেন "হজরত আপনার কথা শুনলে মানুষ কাদে" "আমাদের কথা শুনলে রেগে যায় কেন?"

বললেন, "আপনারা মানুষের গুনাহ দেখে রেগে যান, সেই রাগের সাথে কথা যখন বলেন তখন আপনাদের কথা শুনেও মানুষ রেগে যায়। আমরা মানুষের গুনাহ দেখে কষ্ট পাই। সেই দুঃখ নিয়ে যখন কথা বলি তখন মানুষ আমাদের সাথে কাদে।"


পাকিস্তানের জিম্মাদার সাহেব বলছিলেন "তবলিগওয়ালাদের কথায় আগে প্রভাব পড়তো যখন তারা সাধারন মানুষের মতো ছিলো। যখন থেকে তারা নিজেদেরকে সাধারনদের থেকে বেশি বুজুর্গ হিসাবে দেখা আরম্ভ করলো, তখন তাদের কথার প্রভাব কমে যায়।"


তাকে দোষ ধরিয়ে দেবে? দেখো তাকে "আমার কাছের লোক, ভালো লোক, অল্প কিছু কেবল খারাপ। সেটা চলে গেলে ভালো হতো" -- এমন হলে তাকে বলতে পারো। তার কাছের লোক হলে, অল্প কথায়, যেন কষ্ট না পায়, ভুল না বুঝে।

নয়তো চুপ থাকো।

12-Sep-2020 2:27 pm

Published
12-Sep-2020