Post# 1599247091

5-Sep-2020 1:18 am


আল্লাহ ওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহর আযাব আসে। এটা জীবন থেকে নেয়া একটা শিক্ষা।

দুর্বল, যার অন্তর ভেঙ্গে গিয়েছে। কিছু বলছে না। খারাপ ব্যবহারের পরে সে নিজেকে দোষ দিচ্ছে আর একা মন খারাপ করে আছে, বা কান্না করছে। কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে মাফ চাচ্ছে। যার সমস্ত আশা শেষ।

--> তার কষ্টের কারন আমি জীবনে কখনো হওয়া থেকে আল্লাহর কাছে রক্ষা চাই।

বুঝার বিষয় :

তবলিগের মুরুব্বি আল্লাওয়ালা না হতে পারেন -- নাম না জানা মাথা নিচু করে দাড়িয়ে থাকা আম জামাতের একটা ছেলে আল্লার কাছে প্রীয় হতে পারে।

মাদ্রাসার ওস্তাদ আল্লাহ ওয়ালা না হতে পারেন -- সেই মাদ্রাসায় আবেগ দিয়ে পড়া চুপ চাপ একজন ছাত্র আল্লাহ ওয়ালা হতে পারেন।

মসজিদের ইমাম আল্লাহ ওয়ালা না হতে পারেন -- সেই মসজিদে চুপ করে বসা একজন কনফিউজড ছেলে আল্লাহর খুব কাছের হতে পারেন।

নিজেকে "দ্বিনের ধারক বাহক" মনে করে এজন্য দুর্বলদের আক্রমন না করি। ঐ দুর্বল আল্লাহর কাছে প্রীয়। হয়তো আমি আল্লাহর কাছে কিছু না। কোনো দাম নেই। এবং আমাকে আল্লাহ তায়ালা পাঠিয়েছিলেন হয়তো সেই দুর্বলের খিদমতের জন্য। যদিও আমি মনে করছি "আমাকে আল্লাহ দ্বিনের খেদমতের জন্য পাঠিয়েছেন, তাই এখন আমি এর নেতৃত্ব দিচ্ছি।"

শেষে : আমি কিছু না। আমার অন্তরে যেন এটা রাখি।

আমি কিছু না।

5-Sep-2020 1:18 am

Published
5-Sep-2020