Post# 1599141451

3-Sep-2020 7:57 pm


উক্তি : "সবাই আমাকে ঠকায়। আমি সবসময় ঠকি।"


প্রথম কথা : "সবাই আমাকে ... " বা "আমি সবসময় ..." এগুলো অতৃপ্তির কথা।

কিন্তু অতৃপ্ত অন্তর সবসময় অতৃপ্ত থাকে। সে বেশি পাক বা কম। বিশাল কাপড়ের প্রান্তে একটু ছেড়া তাকে অতৃপ্ত করে দেয়। আর যে তৃপ্ত সে ছেড়া কাপড়ের মাঝে একটু জায়গা সুন্দর দেখে তৃপ্ত হয়ে যায়।


দ্বিতীয় কথা : কেউ এরকম দক্ষ যে সে লেন-দেনে সব সময় বিজয়ী হয়। এটা একটা অনেক বড় নিয়ামত তার জন্য। যেটা হাশরের ময়দানে অন্য নিয়ামতের সাথে ওজন হবে। এই নিয়ামতের মূল্যের বোঝা নিয়ে তুমি আল্লাহর সামনে দাড়াতে চাও কিনা সেটা দেখো।


তৃতীয় কথা : শোকর করো যে ঠকার মজলুম সাইডে তুমি আছো। আল্লাহ তায়ালা তোমাকে এসব ক্ষেত্রে জালেম সাইডে রাখেন না।

    Comments:
  • এই স্টেটাসে এটা নিযে কিছু বলা হয় নি।

3-Sep-2020 7:57 pm

Published
3-Sep-2020