Post# 1599293223

5-Sep-2020 2:07 pm


কিছু বর্ননা যেগুলো ছোট বেলায় শুনা। পির মুরিদি সিলসিলায় এগুলো বেশি শুনা যেতো। এখন আর শুনি না। কারন সেই মজমা গুলো আর নেই। কিন্তু সেইভ করে রাখলাম কারন শিক্ষনীয়, যতটুকু সত্য।


এক মুসলিম জাহানে মসজিদের ইমাম মারা যায়। কবর দেয়ার পরে মনে পড়ে টাকার থলে পড়ে গিয়েছে কবর আবার খুড়ে থলে তুলতে হবে। খুড়ার পরে দেখে সেখান ঐ ইমামের লাশ নেই। একজন খৃষ্টান মহিলা পাদ্রি লাশ, যাদেরকে আমরা বলি সিসটার।

শহরের মানুষ পেরশান। খবর নিয়ে বের করে কে এই মহিলা আর তার লাশ এখানে আসলো কি করে? শেষে বের হয় বহু দূর দেশে এক গির্জার পাদ্রি মারা গিয়েছিলো তার লাশ।

খৃষ্টানদের কবরাস্থানে গিয়ে ঐ মহিলা পাদ্রির কবরও খুড়া হয়। দেখে সেখানে ঐ ইমামের লাশ।

ইমামের স্ত্রীকে মানুষ জিজ্ঞাসা করে : তার আমল কি ছিলো?

বলে সে রাতে স্ত্রীর সাথে থেকে সকালে ফরজ গোসলের সময় বলতো : খৃষ্টানদের শরিয়তই ভালো ছিলো। সেখানে ফরজ গোসল নেই।

পাদ্রীর ব্যপারে খোজ নিয়ে জানলো সেই মহিলা পাদ্রি ছিলো বটে কিন্তু সব সময় বলতো : মুসলিমদের তাহারাত বা পবিত্রতার নিয়মগুলোর ভালো। এগুলোর প্রশংসা সে করতো।

আল্লাহ তায়ালা মৃত্যুর পরে মুসলিমকে নিয়ে গিয়েছেন খৃষ্টানদের কবরস্থানে, খৃষ্টানকে মুসলিমদের।


আজিমপুর পুরানো কবরস্থান। নতুন কবরস্থানে সব জায়গা কেনা, কিন্তু পুরানোটায় কবর recycle হয়।

পাকিস্তান আমলে। পুরানো কবর খুড়ে দেখে অক্ষত লাশ। করবের তদারক পেরশান। বুঝেন কোনো ওলি আউলিয়া বা শহিদের লাশ। উনিও বুজুর্গ মানুষ। কিছু মাটি চাপা দিয়ে মসজিদে নামাজ পড়ে এসে দোয়া করেন "হে আল্লাহ! জানেন যে আমাদের কবর ছোট। আপনার এরকম বান্দা যদি থাকে তবে তাকে আপনি মদিনার কবরস্থানে নিয়ে যাবেন। এখানে জায়গা নেই।"

ফিরে এসে দেখে সেই কবরে সেই লাশ আর নেই। এর পর আর অক্ষত লাশ সেখানে পাওয়া যায় নি।

5-Sep-2020 2:07 pm

Published
5-Sep-2020