নিজের একদম নিকট জনকে উপদেশ দেয়ার মতো করে বলা ছাড়া কাউকে "একশনে" যেতে বাধা না দেই।
কারন একশনে যেতে বাধা দেয়া মানে আমি বাধা দানকারি হিসাবে আরেকটা একশনে জড়িয়ে গেলাম।
তবে নিজের অবস্থান পরিষ্কার রাখি। যেন যে কনফিউজড সে যেন জানে আমি কিসের উপর আছি।
এতেও নিজের রক্ষা নিশ্চিৎ না -- যাকে আল্লাহ তায়ালা রক্ষা করবেন সে ছাড়া।
শেষ যুগ। একশনে একশনে উম্মাহ শতবিভক্ত হয়ে যাবে -- বলা আছে।
ঐক্য হবে না যতক্ষন না আসমান থেকে ... এর পর যা বলা আছে।
মানে চারিদিকে শত ঐক্যের কথা হবে, কিন্তু বাস্তবে কেবল বিভক্তি বাড়বে।
বসে থাকি।
দেখতে থাকি।
নিজের গুনাহর জন্য মাফ চাইতে থাকি।
তবে অন্যের পথ -- যে যেতে চায় তার পথের বাধা না হই।