আবুল ফজল।
দ্বিনে ইলাহি।
সম্রাট আকবর।
তফসির লিখেন আরবিতে। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখা। একটা অক্ষরও কোথাও নেই যেটাতে নুকতা, মানে উপরে বা নিচে ফোটা, দেয়ার প্রোয়োজন আছে। মানে জিম, শিন, খা, দ্বোয়াদ এরকম অক্ষরগুলো যেসব শব্দে আছে সেগুলো ব্যবহার না করে।
৯০ এর দিকে একটা ওয়েব সাইটে পেয়েছিলাম সেই তফসিরের লিখাগুলো আরবিতে।
এর পর আর পাইনি খুজে।