মাওলানা সালমান নদভী।
নদওয়াতুল উলামা।
আবু হুরাইরা রাঃ
এগুলো দেওবন্দ মাদ্রাসার বিভাজন এক সময়কার।
একই দিকে আছেন :
মাওলানা সা'দ।
তবলিগের বিভাজন এখনকার।
_____
এরপর :
মাও আহমেদ শফি।
বেফাক।
আজকে উলামাদের সম্মেলন।
বেফাক নিয়ে যদি এখন বিভক্ত হয়, তবে আমি দেখার অপেক্ষায় থাকবো কোন দল উপরের কোন দিকে যায়।
______
যদি বাচি ইনশাল্লাহ। মরে গেলে পরিক্ষা শেষ, ফিতনা শেষ, হক বাতিলের প্রশ্ন নেই, কারন পথ খুজার আর দরকার নেই।