Post# 1600160033

15-Sep-2020 2:53 pm


মানুষ আপনাকে বিশ্বাস করে তাদের নিজেদের ব্যপারগুলো ইনবক্সে বলার চেষ্টা করবে -- শুনতে উৎসাহ দেখাবেন না।

প্রথম কথা হলো সে কিছুদিন পরে আফসোস করবে "বললাম কেন?" "বলা উচিৎ হয় নি" -- এর পর আপনাকে শত্রু মনে করবে।

দ্বিতীয় কথা হলো নিজেদের ব্যপারগুলো শুনা মাত্র আপনি তাদের "সার্কেলের" অংশ হয়ে যাবেন। এর পর তার থেকে দূরে সরে গেলে আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। যদিও আপনি মনে করবেন কিছুই করেন নি।

অন্য দিকে :

কেউ যদি আপনাকে পার্সোনাল কিছু বলে তবে সেগুলো ভুলে যান। তার সাথে শত্রুতা হলেও। কথাগুলো "আমানত" যার খিয়নত করে আল্লাহর সামনে দাড়ানোর সাহস আমার হবে না।

তাই এই সব ব্যপারে "আমি জানি" কেবল এই দুটো শব্দও যেন কখনো আপনার মুখ থেকে ভুলেও বের না হয়। নিজের বৌও যেন না জানে যে আপনি কিছু জানেন।

জীবন পথে চলা যেন রশির উপর হাটা। একটু ডান বা বাম -- পড়ে যেতে হয়।

আল্লাহ তায়ালা হিফাজত করুন।

15-Sep-2020 2:53 pm

Published
15-Sep-2020