মাসলা : "হালাল ব্যবসা করার সময় কত পার্সেন্ট মুনাফা রাখা যাবে?"
মনে করলাম পাইছি! আরেক "শরিয়ার" নামে নিজের "আকল" বিক্রিকারির মুখোশ উন্মোচন হবে!
এর উত্তর আমি জানি। কিন্তু নব্য জেনারেশনের আলেমরা নতুন নতুন "জনপ্রীয়" ফতোয়া আনতে যেহেতু পছন্দ করে, তাই এই জেনারেশনের দেওবন্দি আলেমরা কতটুকু "ইনোভেটিভ" সেটা বের করার আরেক সুযোগ।
ক্লিক ওপেন লিংক।
এর পর উত্তর পড়লাম :
"শরীয়ত কোন সীমা নির্দিষ্ট করেনি। বরং ক্রেতা বিক্রেতা যে মূল্যের উপর সন্তুষ্টচিত্তে রাজি হবে, সেটাই মূল্য হিসেবে ধর্তব্য হবে। তবে ধোঁকা ও মিথ্যা থেকে বাঁচা জরুরী।"
https://ahlehaqmedia.com/9987-2/
কিন্তু! কিন্তু!! আমাদের লুৎফুর ফারাজি সাহেবকে দেখে সেই রকম "হাইলি ইন্টিলেকচুয়াল" তো মনে হয় না। যেমন ডাঃ খন্দকার জাহাঙ্গির স্যারকে মনে হতো।
এর পরও উনার উত্তরগুলো এত সঠিক হয় কি করে?
এর উত্তর হলো উনি নিজে আকল খাটিয়ে "যুগোপযোগি" আর "জনপ্রিয়" "পপুলিষ্ট" উত্তর বের করেন না। যেটা হাজার বছর ধরে হানাফি মাজহাবের কিতাবে লিখা আছে সেটা না-বুঝলেও বলেন, অপছন্দ হলেও বলেন।
তাই হানাফি দেওবন্দিতে ফতোয়া পরিবর্তিত হয় না। আমি বুড়া মানুষ ৪০ বছর আগে বাচ্চা বয়সে যা শিখেছিলাম, তখন যা ছিলো এখনো তাই। আর যারা বলবে "আপনারা বুড়ারা আছেন সেই আদি যুগে পড়ে, আমরা স্মার্টরা আধুনিক ফতোয়া বের করছি" -- তাদের ফতোয়া দেখবেন প্রতি দশকে দশকে পরিবর্তিত হবে। এক গ্রেন্ড মুফতি মারা গেলে পরের গ্রেন্ড মুফতির যুগে নতুন ফতোয়া আসবে।
নিজে যা জানি সেটায় স্টিক করি। আমার অবস্থান "মর্ডানিষ্টদের" অপছন্দ হলেও।