Post# 1599916810

12-Sep-2020 7:20 pm


যে কোনো ভাইরাল পোষ্ট যেখানে বলে "এই খাবারে দেখেন "E-3838" আছে!!!! তাই হারাম। নিচে সমস্ত হারাম E-code এর লিষ্ট।"

তবে লিষ্টটা পড়ে দেখেন এর প্রথম এনট্রিটাই "E-100" কিনা।

যদি লিষ্টের প্রথমটা E-100 হয় তবে এটা ফেইক লিষ্ট। ইগনোর করেন। রিশেয়ার করবেন না। আপনাকে বিচলিত করার জন্য এগুলো লিখা হয়।

E-100 হলো খাবার হলুদের গুড়া। যেটা আমরা প্রতিদিন রান্নায় দেই। এটা হারাম হবার কারন নেই।

| "লিষ্টে E-100 নেই। কিন্তু E-101, বা E-102 আছে। তবে?"

110 আর আগে কোনো হারাম নেই। যেগুলো আছে সেগুলো এর পরে।

| "পুরো লিষ্টটা দেন, যেগুলো হারাম।"

এখানে না। আমার মূল পয়েন্ট উপরেরটা। আরো যা জানতে চান Google করেন।

12-Sep-2020 7:20 pm

Published
12-Sep-2020