"Up-Sell"
১
বললো, "আর দুই হাজার টাকা বেশি দামেরটা কিনলে আপনি এর সাথে একটা __ ফ্রি পেতেন।"
ট্রেপ!
সেই দুই হাজার টাকা বেশিতে যাবেন না। যেটা পছন্দ করেছেন সেটাতেই থাকুন। লস দিয়ে হলেও। বিক্রেতা কখনো আপনার পক্ষে না।
২
"কেনার সময় লটারিতে আপনি সর্বোচ্চ ২০ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।"
জিজ্ঞাসা করেন "সর্বনিম্ন কত টাকা পাবো?", সর্বনিম্ন যা বলে তত টাকা ডিসকাউন্ট আপনি পাবেন এর বেশি না। সর্বোচ্চটা শুনতে যাবেন না।
৩
এড, "মাত্র ২০ লক্ষ টাকায় ফ্লাট!"
ফোন করার পরে বলে : ২০ লক্ষ টাকারটা আমাদের এখন নেই তবে ৩০ লক্ষ টাকায় আছে কিছু ভালো ও বড়।
আপনার কন্টাক্ট নেবার জন্য মিথ্যা এড দিয়েছিলো। লাইন কেটে দিন। তাদের সাথে ব্যবসায় যাবেন না।
৪
বললো, "দুই দিন পরে আমাদের অফারটা শেষ হয়ে যাবে। এখন কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট।"
আরো ভালো মতো দেখে দুই দিন পার করে তারপর কিনুন। এগুলো ইমপালস বাইয়িংয়ের জন্য বলে। এখনই যেন কিনেন। কিনবেন না। সময় নেন। দুই দিন পরে তাদের নতুন অফার থাকবে আরো বেশি ডিসকউন্টে।