বাংলাদেশে আরবের "তীন" ফলের চাষ। গাজিপুরের কোনো এক ফার্মে।
কেউ প্রতিদিন খেতে চাইলে তার বাগানে চারটা গাছ লাগাতে হবে।
বাংলায় এ গাছকে বলে "ডুমুর"। ডুমুর গাছ একসময় বাংলায় প্রচুর ছিলো। কিন্তু বাকি পৃথিবির মতো এখানেও এর আবাদ বন্ধ হয়ে গিয়েছে। চাহিদা নেই। কেউ খায় না।
সময় থাকলে হয়তো চেষ্টা করতাম ইনশাল্লাহ। কিন্তু ব্যস্ততা। জীবনে সব কিছু করার সময় নেই।