সামনের বছর হজ্জ হবে কিনা এটা দ্বিতিয় চিন্তা।
আমাদের শায়েখ সুদাইসের গত সপ্তাহের ভাইরাল খুতবার ভিডিও থেকে এতটুকু জানলাম যে জুম্মা এখনো হারামে চালু হয় নি।
জুম্মার যদি এই অবস্থা হয় তবে ওয়াক্তিয়া নামাজের কি অবস্থা?
মধ্যপ্রাচ্যের সব দেশের মসজিদ খুলে দেয়ার ব্যপারে বড় করে ঘোষনা-নিউজ ছাপায়। এর পর কি? কতটুকু নামাজ পড়া যায় এখন সেখানে সত্যিকারে?
যদি ধরেন : ফরম ফিলাপ করে, ন্যশনাল আইডি কার্ড দেখিয়ে, থানা থেকে অনুমতি পত্রের সাইন নিয়ে প্রতি ওয়াক্তে মসজিদে ঢুকতে হয় তবে এটা "খোলা" কিন্তু আসলে বন্ধ।
সামনের বছর হজ্জ হয় কিনা দেখার অপেক্ষায়।
যখন আরম্ভ হবে তখনও back log থাকবে বিশাল। এর উপর হাজ্জিদের সংখ্যার উপর আরো কঠিন কঠিন restriction থাকবে নিশ্চই।