দ্বীনি পোষ্ট কমিয়ে আনছি -- ইনশাল্লাহ।
গাজ্জালির বইয়ের উপর কিছু পোষ্ট দিয়েছি। কিন্তু এগুলোর উপর আমার আমল নেই।
আর যার উপর আমল নেই সেগুলো বেশি প্রচার করলে যে আযাবের কথা হাদিসে আছে সেটাতে পড়ে যাবো।
তাই এতটুকুই ইনশাল্লাহ। আরো যারা জানতে চান তারা নিজেরা গাজ্জালির বই পড়ে দেখতে পারেন।
কেবল একটা বই পড়তে চাইলে বলবো "ইয়াহইয়া উলুম উদ্দিন"। কিন্তু আমি আর শেয়ার করতে চাচ্ছি না। যদিও এতে লাইক পাওয়া যায় -- কিন্তু লাইক পাবার পরে আমার আর কোনো লাভ নেই।
তাই অনেকটা "Covid এর উপর আর পোষ্ট দেবো না" এর মতো বলতে ইচ্ছে করছে "দ্বীনি পোষ্ট আর দেবো না"। আমার যা বলার ছিলো বলা হয়ে গিয়েছে। যতটুকু জানি ততটুকুর উপর আমল করা অনেক বাকি। নতুন কিছু জানা দ্বারা আমার আর উপকার নেই।
কিন্তু এখনই বলছি না "আর দেবো না"। দেখি কিছু দিন না দিয়ে থাকতে পারি কিনা। যদি হয় তবে এর পর ঘোষনা দিয়ে রিটায়ার্ড।
এর আগে হয়তো লিখাগুলো গুটিয়ে আনতে পারি। যা লিখেছি সেগুলো ইনডেক্স করে ক্লিনআপ।
জাজাকাল্লাহ।