Post# 1601481550

30-Sep-2020 9:59 pm


দেখতে থাকেন।

আমি আবার "ইনভলভড" হয়ে যাচ্ছি। ইনভলভড হবার মাঝে কেবল ক্ষতি। কোনো লাভ নেই।

বাতেল নিজে নিজে পড়ে যায়। বিরোধিতা করা লাগে না। আর যতটুকু বিরোধিতা দরকার সেটা আলেমরা করছেন। আমাদের সবার ইনভলভড হবার দরকার নেই।

দরকার নিজে হক বুঝা আর সেটার উপর টিকে থাকে।

আর হক যে কেউ নরম-গরম যে ভাষাতেই আমাকে বুঝাতে আসুক, সে হকের নামে আসলে বাতেল বুঝাতে আসছে। সেখানে হক নেই।

হক বেশি বুঝাতে হয় না। বেশি ব্যখ্যা লাগে না। মানুষ অন্তর দিয়ে নিজেই বুঝে।

বাতেল বুঝাতে বহু যুক্তি-তর্ক-পোষ্ট লাগে।

30-Sep-2020 9:59 pm

Published
30-Sep-2020