এটা বুঝি যে ইয়ংরা আমাকে ফলো করে দ্বিনের রাহাবারির জন্য। কোনটা অনুসরন করবো সামনে? কোনটা ভালো?
আমার এখনো উত্তর যে : যে যেদিকে আছেন সে দিকেই থাকেন। যে আলেমদের অনুসরন করছেন তাদেরই অনুসরন করেন। কোনোটা খারাপ না।
নিজের মাজহাবই অনুসরন করেন, কিন্তু আপনার মাজহাব-মানহাজ-আলেম যে অন্যদের বাতেল গোমরাহ বলেন এটা বাদ দিয়ে।
সব কিছু দরকার আছে। তবলিগ, সিয়াসি, মুজাহিদ, জাকেরিন, তরিকত, মুহাদ্দিস, ওয়ায়েজ। যেমন সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ি সবার দরকার আছে।
মন্দ হলো অন্যদেরকে আক্রমন করা কারন তারা "আমার কাজে আমার সাথে শরিক হয় না"।