Post# 1600170351

15-Sep-2020 5:45 pm


চলতি লেপটপ শেষ। কিবোর্ডটা শেষ আর কি। সারাদিন ফেসবুকে স্টেটাস লিখতে লিখতে আর ব্লক করতে করতে। /kidding :-)

চলতিটা কিনেছিলাম ১২০+ টাকা দিয়ে, যেটা ১৮ মাস গেলো।
শিক্ষা : টাকা গাছে ধরে না :-)

নতুন লেপটপ কিনতে যাচ্ছি। ইনশাল্লাহ।

রিকোয়ারমেন্ট :

  • বেকলিট কিবোর্ড
  • এনভিডিয়া কুডা সাপোর্ট মেশিন লার্নিং এর জন্য।

    উপরের দুটোই কেবল।

    এটা পেলাম রায়ানস এ সবচেয়ে সস্তা। আগেরটার অর্ধেক দামে।

    https://www.ryanscomputers.com/detail/asus-vivobook-15-x512fl-10th-gen-intel-core-i5-10210u-160ghz-420ghz-4gb-ddr4-512gb-pcie-ssd-no-odd-nvidia-mx250-2gb-gddr5-graphics-156-inch-fhd-1920x1080-display-finger-print-sensor-backlit-keyboard-win-10-peacock-blue-notebook-ej723t

    ওএস ফেলে দিয়ে লিনাক্স ইন্সটল করতে হবে প্রথমেই। এটা করা যাবে কিনা বুঝার উপায় নেই। তাই কিনে ট্রাই করে "যদি লাইগা যায়" ছাড়া অপশন নেই।

    কারো আপত্তি থাকলে জানাতে পারেন।

      Comments:
    • ^ RNN-DNN computation এর জন্য।
    • ^ ডেস্কে কাজ করি না।
    • ^ গুড। কয়েকবছর আগেও বহু লেপটপে চলতো না।
    • ^ লেপটপের কিবোর্ড স্পেয়ার পাওয়া যায় না।
    • ^ no other alternate for laptops i guess. so the question boils down to how much better will that be compared to pure cpu.
    • ^
      Lenovo ThinkPad X280 8th Gen Intel Core i5 8250U (1.6GHz-3.4GHz, 8GB, 512GB SSD) 12.5 Inch FHD (1920x1080) Display, Backlit Keyboard, Fingerprint Reader,TPM-E, Win 10 Pro, Pure Black Notebook
      https://www.facebook.com/habib.dhaka/posts/10156204381403176

    15-Sep-2020 5:45 pm

  • Published
    15-Sep-2020