Post# 1599899960

12-Sep-2020 2:39 pm


আমার উস্তাদের কথার গুরুত্ব আমার কাছে আছে।
আমার বাপের কথার গুরুত্ব আমার কাছে আছে।
বিজ্ঞ-বয়স্কদের কথার গুরুত্ব আমার কাছে আছে।

পাশে,
একজন ফকিরের কথার গুরুত্ব আমার কাছে আছে যদি আমি তাকে শ্রদ্ধা করি।
ফকিরকে শ্রদ্ধা করবো কেন? তার মাঝের দ্বিনদ্বারি দেখে। বা তার আখলাক। বা তাকে যদি বিজ্ঞ মনে করি এক দিক থেকে, জ্ঞানি।

যার গুরুত্ব আমার কাছে নেই, তার কথা শুনবো না।
তার ভালো কথাও পাত্তা দেবো না।

অন্য সবাই তাই করে ধরে নিতে পারি।
তাই উপদেশ দেয়ার আগে এটা দেখি আমার কতটুকু গুরুত্ব তার কাছে আছে।
না থাকলে বিরত থাকি।

    Comments:
  • পার্টটা হাতে নিযে মেশিন খুলে না দেখে বুঝার উপায় নেই।

12-Sep-2020 2:39 pm

Published
12-Sep-2020