"অনেক কষ্ট"
কষ্ট এখনো আরম্ভ হয় নি রে বাপ।
মৃত্যুর সময় অনেক কষ্ট।
হাশরের মাঠে যুগের পর যুগ পার করে ঠায় দাড়িয়ে থাকা -- অনেক কষ্ট।
অনেক কষ্ট। কিন্তু কষ্টটা আগে করে নাও।
তবে আগেই আল্লাহ তায়ালা রহম করবেন।
পরের কষ্ট থেকে বাচাবেন।
অনেক কষ্ট।
কষ্ট যতটা না বর্তমানের চিন্তা, তার থেকে ভবিষ্যতের অনিশ্চয়তা।
এই "ভবিষ্যতের অনিশ্চয়তা" হাশরেও বুকে নিয়ে দাড়িয়ে থাকতে হবে।
অনকে কষ্ট।
কিন্তু আনন্দ যে উনি আমাকে ভুলে যান নি।
তাই কষ্ট।