নিজের উপর "ইনজাস্টিসকে" সহজ ভাবে নেয়া।
যদি কেউ লুট করতে আসে তবে বাধা দিয়ে মারা গেলে আমি শহিদ।
কিন্তু যখন বিচার, ভাগ, বাটোয়ারা, কথা, কাজ, প্রাপ্য, ভুল বুঝা, সমাজ পরিবেশ সংসারে হয় তখন সেগুলোকে সহজ ভাবে নেয়া।
দুনিয়ার সব কিছু সমান ভাবে ভাগ হয় না। সব কিছু ইনসাফ মতোও হয় না। শরিয়তের গন্ডির মাঝে চলেও দেখবেন ঠকেছেন। হয়তো শরিয়তের গন্ডির মাঝে চলার কারনেই ঠকেছেন।
মন খারাপ না করা। "ইনসাফ হয় নি" আপত্তি না তোলা।
হয় আল্লাহ তায়ালা দুনিয়াতে কিছু ভালো দিয়ে দেবেন অন্য দিক থেকে।
এর পরও আরো কিছু প্রাপ্য থাকলে আখিরাতে।
আল্লাহ তায়ালা আমাদের উনার উপর সন্তুষ্টদের একজন করুক।