Post# 1599811172

11-Sep-2020 1:59 pm


Repost : ২০১৫ সালের পোষ্ট।
________

ঢাকার রাস্তায় হাটার টিপস:
A Living On The Edge Presentation.

- চৌরাস্তা পার হবার সময় ডানেও তাকাবেন না বামেও না। নিচের দিকে তাকিয়ে থেকে দুই চোখের কোনা দিয়ে দুই দিকে এক সাথে তাকিয়ে থেকে পার হতে হবে।

- গলিতে হাটার সময় পেছন দিক থেকে রিকশা আসছে কিনা বোঝার জন্য পেছন না, বরং সামনে তাকাতে হবে।

- যদি দেখেন সামনের লোকটা হটাৎ করে লাফ দিয়ে সাইডে সরে গিয়েছে তবে বুঝবেন পেছনে রিকশা। সাইডে লাফ দিন।

- যদি দেখেন সে দ্রুত কয়েক বার আপনার দিকে আর আপনার পেছনে তাকাচ্ছে, তবে এটা ইন্ডিকেটর লাইট। পেছনে রিকশা ঠিকই তবে ঐ লোকের গায়ে লাগবে না। আপনার গায়ে লাগবে। সরে যান।

- কিছুদিন পর রিকশার শব্দের টোন ও ম্যগনিচিউড শুনেই বুঝতে পারবেন পেছনের রিকশাটা কত দূরে। এর পর ইন্ডিকেটর লাইট লাগবে না।

- রাস্তায় জ্যাম লাগলে রাস্তার সাইড দিয়ে না বরং মাঝখান দিয়ে দ্রুত হাটুন। দুই দিকের থমকে থাকা ট্রাফিকের মাঝ দিয়ে।

- ঢাকার এক মাথা থেকে অন্য মাথা হেটে যেতে ২ ঘন্টা লাগে। কেউ যদি বলে আজকে ৩ ঘন্টা জ্যামে আটকে ছিলাম, then he is doing something very wrong।

// That was, The Fast and The Furious, Dhaka Edition.

11-Sep-2020 1:59 pm

Published
11-Sep-2020