পিতা :
সারা জীবন পিতার খিদমতে থাকা ছেলে যখন হটাৎ একদিন ঘর পালিয়ে চলে গেলো তার দুই মাস পর পিতার মৃত্যু।
বনাম,
জীবন ভর পালিয়ে থাকা ছেলে যখন পিতার কাছে ফিরে এসে খিদমত আরম্ভ করলো তার দুই মাস পর পিতার মৃত্যু।
কদর,
কার কি পরিনতি সেটা জন্মের আগেই লিখা আছে। কদর আমাদেরকে আমাদের পরিনতির দিকে টেনে নিয়ে যায়। আমাদের কাজ না।