শুরা :
হাটহাজারি মাদ্রাসা এখন শুরা দিয়ে চলবে। একক কোনো হেড নেই। এবং শুরা সদস্য : ৩ জন।
এই "৩" সংখ্যাটা এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে।
৯০ এর দিকে তবলিগের এনামুল হাসান সাহেব মারা যান। দিল্লির নিজামুদ্দিনের শুরায় রাখা হয় ৩ জন। আমার মতো সবার প্রশ্ন ছিলো "মাত্র ৩ জন কেন? কমপক্ষে ৮-১০ জন হওয়া উচিৎ। শুরা বলে কথা।"
কিন্তু বাস্তবতা হলো, ৩ জনে মিলে স্বিদ্ধান্ত নিতে পারে। ১০ জনে মিলে বসে পারে না।
কাকরাইলে ছিলো ১০ জন। ভাগ হয়ে যায় ৫ জন করে প্রতি সাইডে।
৩ জনে ভাগা ভাগির স্কোপ নেই। ২ জন দ্বিমত করলে ৩য় জন যে দিকে।
আবার এক জনের ডোমিনেট করার স্কোপ নেই। ১ নেতা বা ১০ জনের শুরা হলে যেটা হয়। এর মাঝে একজন হয়ে যায় শুরার নেতা।
যাই হোক ভালো জিনিস বেশি দিন থাকে না।
- হয় আরো সদস্য ঢুকানো হবে, কারন "অন্যদেরও সম্মানিত করা দরকার"।
দেখতে থাকি।