Post# 1599784809

11-Sep-2020 6:40 am


"কনট্রাডিকশন?"


"এই হাদিসে এটা বলা আছে অন্য হাদিসে ঠিক তার বিপরিত"

কমন একটা ব্যপার। যদি হাদিসের কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন।

"কোনটা পালন করবো?"

এর একটা পালন করবেন, অন্যটা ছাড়বেন।

"কিভাবে বুঝবো কোনটা পালন করবো?"

ফকিহরা এই কাজ করে দেবে আপনার জন্য। মাজহাবের ইমামরা যেমন। এবং কে কোন হাদিসের উপর আমল করে এর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মাজহাব।

যে সব বিষয়ের হাদিসের ব্যপারে তারা বলে দেবে না, সেখানে নিজের বুঝ।


এখানে মন্দ কাজ হলো :

প্রথমে নিজে ঘোষনা দেয়া : "হাদিসে কোনো কনট্রাডিকশন নেই"।
এর পর ভিন্ন মুখি হাদিসগুলো নিজে ব্যখ্যা করার চেষ্টা করা।
বাকি হাদিসগুলোকে "এই হাদিস মানুষ সহি বললেও আসলে সহি না কারন ঐ রাবি বৃদ্ধ বয়সে স্মৃতি হারিয়েছিলেন" "ভুল শুনেছেন" "ভুল বুঝেছেন" "ভুল দেখেছেন" ব্যখ্যা আনা।

এমন করতে থাকলে বহু বহু বহু ব্যখ্যা আনতে হবে আপনাকে। সারা জীবন কাটাতে হবে বাকি হাদিসগুলো "রদ" করার কিছু না কিছু একটা উপায় বের করতে।


আলেমরা এরকম করেন না সেটা বলছি না। বা উনারা করলে সেটা খারাপ সেটাও বলছি না।

তবে আমি করি না। করার প্রয়োজন আছে বোধ করি না। কেউ যদি করতে থাকে তবে তার কথা শুনি না।

11-Sep-2020 6:40 am

Published
11-Sep-2020