"এক এটর্নি জেনারেল কোভিডে আইসিইউ।"
ক্ষমতার শেষ আছে।
মৃত্যুর পরে ক্ষমতার উপকার বন্ধ হয়ে যায়।
ক্ষমতার উপকার কয়েক দশক।
এর পর ক্ষমতা মৃত্যুকে দেরি করাতে পারে না।
তাই যা মৃত্যুর পরে কাজে লাগবে বলে বিশ্বাস করি তার উপর থাকি।
যত জনকে দন্ড আমি দিয়েছি -- তার পাশে বসে, তার রুমে, তার সাথে কথা বলতে বলতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় আরেক বিচারের জন্য।
কোন কিছু শেষ হয় না।
কিছু থেকে পালানো যায় না।
মজলুম মরে গেলেও আসলে মরে নি।
পরের স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে পূর্ন জিবিত হয়ে।
সে ১০ বছরের একটা দুর্বল বাচ্চা মেয়ে হলেও, যে নিজের ভালো মন্দ বুঝতো না।