এই মুহুর্তে মনে হচ্ছে আমাদের কওমি অঙ্গন এত শক্তিশালি হয়েছে যেটা আগে কখনো চিন্তা করা যেতো না।
মোটামুটি নিশ্চিৎ ছিলাম আন্দোলন ফেইল করবে। সরকারের জন্য এটা বিশাল ইশু যেহেতু। উল্টো হয়েছে।
কিন্তু বেশি খুশি না হই। জয়-পরাজয়ের পেন্ডুলাম দুই দিকে দুলতে থাকে। যেন পরাজয়ে কেউ বিষন্ন না হয়, বিজয়ে অতি আনন্দিত না হয়।
দেখতে থাকি এর পর কি।
ব্যক্তিগত ভাবে আমাদের এখানে করার কিছু নেই। কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট না এমন কেউ কিছু বললে বা করতে গেলে উল্টো রিএকশন হবে। আন্দোলনকারিরাও এটা চায় না যে অন্য কেউ আসুক।
তাই ফলো করি। আর কিছু না।