ফরহাদ মাজহারের লেটেষ্ট পোষ্টের শেষ লাইন।
"আল্লাহ চাহেন তো ‘অতি বিপ্লবী’ হওয়াটা না হয় আমার কাছেই মওজুদ থাক। সকলের কাছে দোয়ার দরখাস্ত পেশ করছি। আমিন।"
কিন্তু কিন্তু কিন্তু আমি তো মনে করেছিলাম উনি নাস***?
Whatever! হয়তো আস্তিকতায় ফিরে আসছেন, বা উনাকে যত বেশি না**** মনে করেছিলাম উনি আসলে ততটা না।
তাই শিক্ষা হলো : একটা দাগ টানি। কড়া দাগ। যার একদিন আওয়ামি। আর অন্য দিকে -- well যারাই হোক [blink] তাদের কেউ নাস্তিক-হিন্দু হলেও উনি আসলে আস্তিক।
প্রমান চান? উপরের প্রথম লাইন। [smiley]
তোমরা যারা বলো আমি আলা-বারা মানি না। মানি কিন্তু দাগটা টানি উপরে যে দাগের কথা বললাম সেখানে। আমি যে ভুল ছিলাম না তার আরেকটা প্রমান। [second smiley]
- Comments:
- ^ I don't have any connection with him. And even if I had, I won't have any ground to advice him on anything.
The best thing to do is ignore his those speeches that you despise, and listen only to those that you find beneficial.
Or ignore him altogether. No shortage of scholars, can I say. Thank you.