আরেকটা কথা : মাদ্রাসায় পিটানির জন্য ছাত্রের বাপ দায়ি। শিক্ষক না।
বাপে এই ভাবে পিটানোকে "ভালো কাজ" "সোয়াবের কাজ" "দরকার আছে" "জান্নাতে যাইবো" মনে করে তাই শিক্ষক পিটায়।
তাই ছাত্রের পার্সোনেলিটিলেস গান্ডু বাপেরে দোষ দেবেন।
মাদ্রাসা শিক্ষককে না।
- Comments:
- ^ এটা পরের লেভেলের বুঝ। কভার করিনি যদিও লিখার সময় জানতাম এটা ইশু যেটা কভার করছি না। কারন এর পরে আরো লেভেল আছে। তার পরে আরো। এক জায়গায় গিয়ে সবাইকে থামতে হয়, যত লেভেল গভিরে যাক না কেন।
- ^ এখানে এ কারনে প্রথমেই বলে নিয়েছিলাম বাপের নিজের বুঝ কোথা থেকে নেয়া উচিৎ।
https://www.facebook.com/habib.dhaka/posts/10157721716933176 - ^ সমাস্যা নেই। সাপোর্ট খুজছিলাম না কারো। জাজাকাল্লাহ।