Post# 1601037337

25-Sep-2020 6:35 pm


কয়েকটা বেসিক জিনিস :


অন্তরে যা কুফর ফাসেকি বা খারাপ চিন্তা করি সেটা নিয়ে আল্লাহ তায়ালা আমাকে ধরবেন না। কিন্তু এর যা কিছু মুখে প্রকাশ করি বা কাজে দেখাই সেগুলোর জন্য ধরবেন।


কেউ আমাকে কিছু দিলো আমি না চাইতেই। এটা নিতে সমস্যা নেই। এগুলোকে ধরে নিতে হয় আল্লাহর তরফ থেকে আমাকে দান। গায়বি ভাবে না দিয়ে কোনো বান্দার হাত দিয়ে দিচ্ছেন যেন ঐ বান্দা সোয়াব পায়।


এক জন কাজ না করে ভিক্ষা করছে। তার গুনাহ হবে। তাকে দান করা দ্বারা আমার গুনাহ হবে না।

    Comments:
  • বাচার উপায় হলো কার্ড কেন্সেল করে ফেলেন।
  • ^ Pick up any tafsir book, you can find those on line or even as mobile app. Then check the tafsir/explanation of the last two verses of Sura Bakarah. These two verses where where Allah declared that for Muslims.
  • You can find one example here.
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157069109438176

25-Sep-2020 6:35 pm

Published
25-Sep-2020