ভ্যকুয়াম ক্লিনার বায়ারস গাইড :
"কাজে দেবে?"
যদি বড় বাসা, ফ্লোর এরিয়া হয়। কাজের লোক নেই। চলে যায়। তখন মপ করতে হয় আপনাকে। আপনার বৌকে না। তখন কাজে দেবে।
"পরিষ্কার হয়?"
মুছার মতো পরিষ্কার। ফ্লোর ভেকুয়াম করলেই।
"রোমবা বা এধরনের রোবোটিক গুলো?"
বিদেশের জন্য ঠিক আছে। দেশে স্পেয়ার পার্ট ফিল্টার পাওয়া যায় না। আপনার কাছে বিক্রি করে খালাস। কিছু দিন পরে নষ্ট। এত দাম দিয়ে কিনেও।
"ভেকুয়াম ক্লিনার টাইপের কোনো পার্থক্য আছে?"
একটা আছে ব্যগ-সহ অন্যটা ব্যগলেস। ব্যগ-সহটা ময়লা ভরে গেলে ব্যগটাই ফেলে দিতে হয়। নতুন ব্যগ কিনতে হয়। দেশে যেহেতু নতুন ব্যগ পাওয়া যায় না কোনো মডেলেরই তাই ওয়ান টাইম ইউজের ব্যগ মাল্টিপেল টাইম ব্যবহার করতে হবে। তিন চার বারের পরে ছিড়ে যাবে এর পর ক্লিনার অচল।
তাই ব্যগলেস কিনতে হবে। ময়লা ভরে গেলে খুলে ময়লা ঝেড়ে ফেলে দিলেই শেষ।
"ছোট, সস্তা, পোর্টেবেল কয়েকটা দেখলাম"
কাজ দেবে না। ব্যবহার কষ্টকর। এডে যাই দেখাক। স্টেন্ডার্ড সাইজগুলো কিনুন।
"বড়গুলো কত সাইজের কিনবো?"
সাইজ না। এগুলো মাপে ওয়াট দিয়ে। 1800 ওয়াটের গুলো বড়।
"দাম কি রকম পড়বে?"
৬ হাজার থেকে ৮ হাজার টাকা।
- Comments:
- ^ এর টাইপের উপর কাজ। RO, UV নাকি কেবল ফিল্টার -- সেটা। জানা নেই। জানা থাকলেও উপরের কথামতই।