১
সামহয়ার যুগের "এ-টিম ভার্সেস ত্রিভূজ" এর কথা মনে আছে?
এ-টিম ছিলো বিশাল একটা দল। একটা বাহিনি, একটা আইডলজি একটা কাল্ট। জ্ঞানি গুনি লোকে ভর্তি। যারা আপনাকে ভেজে খেয়ে ফেলতে পারবে।
ত্রিভুজ কেবল একজন লোক।
তাই "ভার্সেস" হতে পারে না। ভার্সেস হয় দল বনাম দলে। নয়তো একজন বনাম একজনে।
২
তবলিগের ফিতনার সময় আমি বলতাম হাফেজ জুবায়ের সাহেবের উচিৎ এখন সরে দাড়ানো এখান ফাইট না দিয়ে। যদিও উনি ঠিক। নিজের ইজ্জত বাচবেন, তবলিগও বাচবে।
উনি সেটা করেন নি। কেন? কিছু আছে নিশ্চই! জানা নেই।
সরে না দাড়ানোর পরে উনি বেচেছেন সরে না দাড়ানোর কারনে, তবলিগের একটা খন্ডিত অংশকেও আল্লাহ বাচিয়ে দিয়েছেন।
আমি যা ধারনা করি সেগুলো ঠিক না।
৩
হাটহাজারির ঘটনা। মনে করছিলাম বাবু নগরি সাহেব সরে দাড়ালে হয়তো উনি স্বসম্মানে থাকতে পারবেন। উনার কান্নার ভিডিও দেখেছেন আজকে?
কিন্তু আমি যা ধারনা করি সেটা ঠিক না।