Post# 1599221860

4-Sep-2020 6:17 pm


"ওয়া ইয়াসআলুনাকা মাদা ইয়ুনফিকুন, কুলিল আফওয়া"

আপনাকে জিজ্ঞাসা করে কি দান করবো? বলে দিন "অতিরিক্তটা"।

মুফতি তাকি উথমানি সাহেবের বাপের আমল, উনার পিতা ছিলেন মুফতি শফি। তফসিরে মারেফুল কোরআনের লিখক। ৭৬ সালে মারা গিয়েছিলেন তাই উনাকে জিবিত পাই নি। কিন্তু ছোটবেলায় দেখতাম সাধারনেরা তফসির পড়ার সময় মারেফুল কোরআনই পড়তো, সবাই যেহেতু সমসাময়িক যুগের তফসিরকারকের তফসির পড়তে পছন্দ করে। প্লাস উনার কিছু বই পড়েছিলাম যেগুলো ভালো লেগেছিলো।

উনার আমল : পরিশ্রম করে যা কামাতেন তার ৫% দান করে দিতেন। আর পরিশ্রম ছাড়া যা পেতেন তার ১০%।

paste ___

মুফতিয়ে আজম শফী (রহঃ) এর সারাজীবনের একটি অনন্য আমল
হযরত আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমার আব্বাজান তাঁর কষ্টার্জিত সম্পদের বিশ ভাগের একভাগ এবং কষ্টবিহীন উপার্জিত সম্পদের দশ ভাগের এক ভাগ একটি থলেতে রেখে দিতেন।
এটা আমার বাবার সারাজীবনের আমল।
কোথাও হতে একটি রুপিই যদি আসত সেক্ষেত্রেও আব্বাজান একই আমল করতেন।
একশ রুপির ক্ষেত্রেও একই কাজ করতেন।
দশ রুপি রেখে দিতেন সেই থলেতে।
কখনো কখনো এটা করতে সমস্যা সৃষ্টি হতো বটে, কিন্তু আব্বাজান তবুও আমলটা করতেন।
কখনো খুচরা টাকা থাকতো না।
তখন ভিন্নভাবে খুচরার ব্যবস্থা করা হতো।
কিন্তু আজীবন আমি আব্বাকে এই আমল করতে দেখেছি।
এজন্য ঐ থলেটা কখনোই খালি দেখিনি।
এর দ্বারা কী করা হতো ?
যখন কোনো অভাবী বা প্রয়োজনগ্রস্ত ব্যক্তি আসতো সে খালি হাতে ফিরতো না।
এছাড়াও এই থলে নিজেই স্মরণ করিয়ে দিত, আমাকে খরচ করো।
আল্লাহর রাস্তায় খরচ করো।
এই আমলের বরকতে আল্লাহ সবসময় দান-সদকা করার তাওফিক দান করেন।

4-Sep-2020 6:17 pm

Published
4-Sep-2020