Post# 1599907845

12-Sep-2020 4:50 pm


Wrist watch buyer's guide :

"মোবাইলেই তো টাইম দেখা যায়?"

মোবাইল সবসময় আপনার পকেটে থাকে না যেহেতু।
থাকলেও প্রতি মিনিটে মিনিটে বের করে সময় দেখতে পারবেন না যেহেতু।

"মিনিটে মিনিটে দেখার দরকার কি?"

মসজিদে জামাতে নামাজ পড়লে লাগবে। মিনিট ধরে সময় ঠিক রাখার জন্য।

"সস্তায় একটা বলেন"

কেসিও সস্তা ডিজিটাল গুলো। তবে সমস্যা হলো সেটা এক মাসের মাঝে দেখবেন অনেক মিনিট ফাস্ট-স্লো হয়ে গিয়েছে। যেটা আপনার মোবাইলে হবে না। তাই ইউজলেস।

"ঠিক আছে বড়লোকি একটা বলেন"

মেকানিক্যল ঘড়ি
(-) সময় এরকম ড্রিফট করবে। তবে কম। যদি বছরে বা ছয় মাসে একবার সময় আবার রিসেট করতে পারেন।
(+) ব্যটারি বদলাতে হবে না।

ডিজিটাল ঘড়ি
(-) এটারও সময় ড্রিফট করবে।
(-) বছর বছর ব্যটারি বদলাতে হবে।

"তবে সোলার?"

(-) ড্রিফট।
(+) ব্যটারি বদলাতে হবে না।

"দুই এক মিনিট নিশ্চই কিছু না?"

প্রতি দিন পাচবার করে মসজিদে নামাজ ধরতে হলে কিছু। আর ইফতার করতে চাইলে।

"ড্রিফট করবে না কোনটা?"

এখন ডিজিটাল রিস্ট-বেল্ট ফিটনেস স্টাইলের নতুন জেনারেশনের ঘড়িগুলোতে। এগুলো আপনার মোবাইলের সাথে সময় সিংক করে রাখে যেহেতু।

"দাম কেমন?"

২০০ থেকে ২০০০ টাকা।

নকলগুলো ২০০-৪০০ টাকা। ব্যটারি কম দিন চলে। অরিজিনালগুলো ১০০০-২০০০ টাকা ব্যটারি এক্সপেকটেশন মতো চলে। বাকি ফিয়েচার এক। বিল্ড কোয়ালিটিতে পার্থক্য থাকতে পারে।

"কি ফিয়েচার দেখে কিনতে হবে?"

প্রতি দিন রিচার্জ করতে হলে কিনবেন না। যেমন Apple এর গুলো। আনলেস আপনার লাইফ যদি মিলিটারি স্টাইলে রুটিন না হয়।

যেগুলো মাসে একবার চার্জ করলেও হয় সেগুলো কিনে দেখতে পারেন।

এটা সবচেয়ে জরুরি রিকোয়ারমেন্ট।

"কিছু ব্রেন্ড?'

যেমন শাওমির আছে। আরো অনেক আছে। নেটে সার্চ দিন।

"কোথায় পাবো?"

মোবাইলের দোকানে। বলেন "ব্যন্ড ঘড়ি কিনবো"।

    Comments:
  • দারাজে দাম দেখতে পারেন। তবে এর পর মার্কেটে গেলে এর থেকে ৪০% কম দামে পাবেন।

12-Sep-2020 4:50 pm

Published
12-Sep-2020