নিজের কথা সত্য প্রমান করার জন্য কসম খাবো না কখনো।
১
কথাটা সত্য হলেও খাবো না।
সত্য কথাটা সে অবিশ্বাস করলেও খাবো না।
সমাজের সবাই অবিশ্বাস করলেও খাবো না।
সবাই আমাকে মিথ্যাবাদি বললেও খাবো না।
২
কসম খাওয়া।
লানত দেয়া।
গালি দেয়া।
বা ধরেন খুন করা।
প্রথমবার করতে যে কারো অনেক খারাপ লাগবে। কিন্তু প্রথমবার করে ফেলার পরে নিজের "ইনোসেন্স" ভেঙ্গে যাবে। এর পর সেই কাজটা ডাল ভাত। নিজেও বুঝবে না কখন সিমা ছাড়িয়ে গিয়েছে।
এর পর সেই পাপের বোঝা সারা জীবন।
৩
কসমের উদ্দেশ্য হলো অন্যকে বিশ্বাস করানো নিজের কথা।
অন্যকে নিজের কথা বিশ্বাস করিয়ে আমার লাভ নেই যদি এতে আমার ব্যক্তি স্বার্থ না থাকে।
বরং ছেড়ে দেই। সে বিশ্বাস করলে করলো, না করলে না করলো।
আমি চুপ করে যাই। আগে নিজেকে বাচাই।
৪
কোনো কথা বলে ফেলেছি। এখন সে বিশ্বাস না করলে আমি অপমানিত হবো?
কথা সত্য হলে আমি মুক্ত, সে বিশ্বাস না করলেও। তাই এর পর চুপ করে গুটিয়ে যাই, কসম খেয়ে তাকে বিশ্বাস না করিয়ে।
৫
আখিরাতের অপমান বড় অপমান।
দুনিয়ার অপমান মনে হয় "সারা জীবন সংগে থাকেবে"। বাস্তবে পরের বছর কেউ মনে রাখে না। আল্লাহ তায়ালা ভুলিয়ে দেন।