কথা : "আল্লাহ তায়ালা ভালো কিছু দেবেন ধারনা করে আমি বসে আছি।"
কভিডে আক্রান্ত, বহু লোক হাসপাতালে।
আপনি আক্রান্ত, কিছু হয় নি।
চাকরি হারিয়ে অনেকে আনাহারে।
আপনার চাকরি এখনো ঠিক আছে।
অন্যদের ডায়বেটিস, কিডনি অনেক রোগ।
আপনার এই মেজর রোগ এখনো নেই।
কত মানুষকে সরকার ধরে জেলে দিচ্ছে।
আল্লাহ তায়ালা আপনাকে এখনো ফ্রি রেখেছেন।
রাস্তায় অনেক দুর্ঘটনায়।
আপনাকে এখন পর্যন্ত বড় আপদ থেকে বাচিয়েছেন।
কথাটা ছিলো : "আমি ঠকেছি। তাই আল্লাহ তায়ালা এর বিনিময়ে ভালো কিছু দেবেন ধারনা করে আমি বসে আছি।"
ঐ ঠকাটা ছিলো আপনার জন্য আপদ।
আলহামদুলিল্লাহ, সেই আপদ পেছনে ফেলে এসেছেন।
অন্য আপদগুলো থেকে আল্লাহ বাচিয়েছেন।