রিভিউ লিখা : "ধন্যবাদ <এই> প্রকাশনিকে বইটি আমাদের পাঠিয়ে দেয়ার জন্য। আমরা রিভিউ করছি..."
এটা ফেয়ার রিভিউ না। গিফটেড আইটেম যেহেতু তাই রিভিউকারির একটা কৃতজ্ঞতা থাকবে। বইটা একেবারে খারাপ হলেও বলবে ভালো হয়েছে।
প্রকাশনিও জানে, তাই তারা রিভিউয়ের জন্য অনলাইনের পরিচিত রিভিউকারিদের কাছে পাঠায়। মার্কেটিংয়ের অংশ। এটা খারাপ বলছি না।
কেবল, আমি কাষ্টমার হিসাবে, আমার পার্সপেকটিভে, এটায় আমার উপকার নেই।
এর উপর প্লাস : প্রফেশনাল রিভিউকারিরা প্রথমে বই পড়ে রিভিউ লিখে। এর পর তাদের রিভিউ যখন জনপ্রীয় হয়ে যায়, তখন এত মার্কেটিং থেকে যোগাযোগ, এত বই, এত অফার যে তাদের পড়ার আগ্রহ থাকে না। চাইলেও পড়ার সময় নেই।
তাই শেষে না পড়ে স্কিম করে রিভিউ লিখে দেয়।
বই নিয়ে বলছি উদাহরন হিসাবে। ঘটে সব ব্যপারে, কেবল বই না।
এর কোনোটাই খারাপ না। কিন্তু জিনিসগুলো ফেসভেলুতে না নেই।